শক্তিশালী স্পেসিফিকেশন সহ গীকবেঞ্চে লিস্টেড হল Samsung Galaxy M55 5G, জেনে নিন বিস্তারিত

Highlights

  • শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy M55 5G।
  • এতে 8GB পর্যন্ত RAM থাকবে বলে জানা গেছে।
  • এই ফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেটে রান করতে পারে।

স্যামসাঙ তাদের 5G স্মার্টফোনের লিস্টে একের পর এক নতুন ফোন পেশ করেই চলেছে। কোম্পানি এবার তাদের এম সিরিজের অধীনে Samsung Galaxy M55 5G লঞ্চ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়াল ঘোষণার আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি দেখা গেছে। এখান থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে। আরও পড়ুন: চীনে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Vivo Y12, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy M55 5G এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ 4 ডেটাবেসে Samsung Galaxy M55 5G ফোনটি SM-M556B মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 3575 এবং মাল্টি কোরে 11330 পয়েন্ট পেয়েছে।
  • এই ফোনে 6.87GB অর্থাৎ 8GB RAM থাকবে বলে জানানো হয়েছে।
  • এই লিস্টিং অনুযায়ী ফোনটিতে অ্যাড্রিনো (টিএম) 644 জিপিইউ এবং 2.40 গিগাহার্টস টপ ক্লক স্পীডযুক্ত সিপিউ দেওয়া হবে।
  • এর থেকে ধারণা করা হচ্ছে এই ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করা হবে।
  • আরও জানা গেছে এই ফোনটি লেটেস্ত অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে।

Samsung Galaxy M54 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy M55 5G ফোনটি এই বছর লঞ্চ করা Samsung Galaxy M54 5G এর আপগ্রেডেড ভার্সন হতে পারে। নিচে Samsung Galaxy M54 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

  • ডিসপ্লে: Samsung Galaxy M54 5G ফোনে 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে Exynos 1380 চিপসেট যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 108MP প্রাইমারি সেন্সর, 8MP সেকেন্ডারি সেন্সর এবং 2MP তৃতীয় সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: Samsung Galaxy M54 5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে সাইডমাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সেলেরোমিটার, ডুয়েল সিম 5জি, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
  • ওএস: কোম্পানির এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ানইউআই 5.1 এর সঙ্গে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here