সামনে এলো Samsung Galaxy Note 10 এর ক‍্যামেরা ডিটেইলস, সবচেয়ে অন‍্য ধরনের ক‍্যামেরা প্লেসমেন্ট থাকবে এতে

স‍্যামসাঙের গ‍্যালাক্সি এস10 সিরিজ টেক মঞ্চে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এই সিরিজে Galaxy S10, Galaxy S10 Plus ও Galaxy S10+ 5G ফোনগুলি ভারতসহ গোটা বিশ্বে লঞ্চ করা হয়েছে এবং সেল করা হচ্ছে। গ‍্যালাক্সি এস10 সিরিজের পর এবার কোম্পানি গ‍্যালাক্সি নোট সিরিজে হাত দিয়েছে। গত সপ্তাহে Samsung Galaxy Note 10 সম্পর্কে একটি লিক পেশ হয় যেখান থেকে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়। এবার ফোনটির ফোটোও সামনে এসে গেছে যার থেকে Samsung Galaxy Note 10 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সম্পর্কে ধারণা করা যায়।

মে মাসে ভারতে লঞ্চ হ‌ওয়া 4,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত শক্তিশালী স্মার্টফোন, দাম 8,490 টাকা থেকে 57,990 টাকা

Samsung Galaxy Note 10 এর এই ফোটো ফোন‌অ্যারিনা ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। Samsung Galaxy Note 10 ফোনটি সম্পর্কে বলা হচ্ছে কোম্পানি ফোনটি কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করবে। এতদিন এই ক‍্যামেরা সেট‌আপের প্লেসমেন্ট সম্পর্কে কিছু জানা না গেলেও, এই ফোটো সামনে আসায় ক‍্যামেরা সেন্সরগুলির প্লেসমেন্টসহ ফোনটির ব‍্যাক প‍্যানেল সম্পর্কেও জানা গেছে। এতদিন গ‍্যালাক্সি নোট সিরিজে হরাইজন্টাল শেপে ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হলেও Samsung Galaxy Note 10 এ ভার্টিক‍্যাল শেপে ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

Samsung Galaxy Note 10 এর লিক হ‌ওয়া ফোটো সত্যি হলে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরে বাঁ দিক ঘেঁষে দুটি ভার্টিক‍্যাল শেপ দেওয়া হবে। একদম বাঁ দিকে তিনটি ক‍্যামেরা সেন্সর ভার্টিক‍্যাল শেপে দেওয়া হবে। এর মধ্যে প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও টেলিফোটো লেন্স থাকবে। এই ভার্টিক‍্যাল শেপের ডানদিকে আরেকটি ছোট ভার্টিক‍্যাল শেপ দেওয়া হবে যার মধ্যে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে আরও দুটি সেন্সর থাকবে। লিক অনুযায়ী এর মধ্যে একটি ToF ক‍্যামেরা ও একটি ফ্লাড ইলুমিনেটর দেওয়া হবে।

জুন মাসে লঞ্চ হবে পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Vision, জেনে নিন দাম

Samsung Galaxy Note 10 হবে বাটনলেস স্মার্টফোন
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে স‍্যামসাং তাদের গ‍্যালাক্সি নোট সিরিজে দুটি মডেল লঞ্চ করতে পারে। এই ফোনদুটি Samsung Galaxy Note 10 ও Samsung Galaxy Note 10 Pro নামে লঞ্চ করা হতে পারে। একটি বিদেশি রিপোর্টে বলা হয় স‍্যামসাঙের আগামী নোট ডিভাইস বাটনলেস হবে। অর্থাৎ এতে কোনো ফিজিক্যাল বাটা দেওয়া হবে না। সাধারণত ফোনের সাইড প‍্যানেলে যে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন দেওয়া হয়, এই ফোনে সেই বাটন থাকবে না। স‍্যামসাং তাদের Samsung Galaxy Note 10 ফোনে বাটনের বদলে টাচ সেন্সর ব‍্যবহার করতে পারে যেখানে ফোন বডি ধরেই পাওয়ার অন বা অফ অথবা ভলিউম কমানো-বাড়ানো যাবে।

স্পেসিফিকেশন
Samsung তাদের Galaxy Note 10 ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে সাপোর্টেড 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লে দেবে। ফোনটির দুটি মডেলে ডিসপ্লের সাইজের পার্থক‍্য থাকতে পারে। লিক অনুযায়ী Samsung Galaxy Note 10 তে 6.4 ইঞ্চির এবং Samsung Galaxy Note 10 Pro তে 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই দুটি ফোনেই এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। Samsung Galaxy Note 10 এ 586 পিপিআই ও Samsung Galaxy Note 10 Pro তে 498 পিপিআই পিক্সেল ডেনসিটিযুক্ত স্ক্রিন দেখা যাবে।

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

স‍্যামসাঙের এই আগামী ফোন 5জি টেকনিকের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিকে বলা হয়েছে Galaxy Note 10 সিরিজের স্মার্টফোন কোম্পানি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করতে পারে যা ওয়ান ইউআইযুক্ত হবে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 দেখা যেতে পারে। তবে মনে করা হচ্ছে ভারতসহ বিশ্বের অন্যান্য কিছু মার্কেটে এই ফোন 8 এন‌এম টেকনিকে তৈরি এক্সনস 9820 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে। Samsung Galaxy Note 10 Pro সম্পর্কে বলা হচ্ছে এতে 4,300 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে এবং এতে 50 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here