মে মাসে ভারতে লঞ্চ হ‌ওয়া 4,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত শক্তিশালী স্মার্টফোন, দাম 8,490 টাকা থেকে 57,990 টাকা

ভারতীয় স্মার্টফোন মার্কেটে এই মে মাসে অনেক আকর্ষণীয় খবর এসেছে। এই মাসে ভারতে লো বাজেট স্মার্টফোন থেকে শুরু করে হাইএন্ড ফ্ল‍্যাগশিপ পর্যন্ত লঞ্চ হয়েছে। এই মাসে Xiaomi ও Nokia থেকে শুরু করে Oppo, Vivo, OnePlus ও Infinix এর মতো ব্র‍্যান্ডের স্মার্টফোন পেশ হতে দেখা গেছে। এই সময়ে লো বাজেট স্পেসিফিকেশন থেকে শুরু করে শক্তিশালী টেকনিক পর্যন্ত সব ধরনের ফোন‌ই লঞ্চ হয়েছে। মে মাসে ভারতে এমন 8টি স্মার্টফোন লঞ্চ হয়েছে যার মধ্যে 4,000 এম‌এএইচ বা তার চেয়ে বড়ো ব‍্যাটারী দেওয়া হয়েছে। যদি আপনি কোনো বড়ো ব‍্যাটারীওয়ালা স্মার্টফোনের খোঁজ করছেন তবে এই খবরটি আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক এইসব ফোনগুলি সম্পর্কে।

Xiaomi Redmi Note 7S
লো বাজেট সেগমেন্টে Redmi Note 7S এমন একটি স্মার্টফোন যা 4,000 এম‌এএইচ ব‍্যাটারী সাপোর্ট করে। এই ফোনটি ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে কুইক চার্জ 4 টেকনিকযুক্ত। Redmi Note 7S দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

Redmi Note 7S ফোনটি গোরিলা গ্লাস 5 প্রোটেক্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাই ও মিইউআই 10 এর সঙ্গে এই ফোনটি 2.2 গিগাহার্টস অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 7S এ 48 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও এবং সেলফির জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Nokia 3.2
নোকিয়ার লঞ্চ করা Nokia 3.2 ফোনটিও কম দামে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেয়। এই ফোনটিও দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Nokia 3.2 এর 2 জিবি র‍্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ভারতে 8,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,790 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

Nokia 3.2 অ্যান্ড্রয়েড ওয়ানযুক্ত স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 429 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 504 জিপিইউ দেওয়া হয়েছে। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.26 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য Nokia 3.2 তে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Oppo A1k
ওপ্পোর লঞ্চ করা এই স্মার্টফোনেও 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। কোম্পানি এই ফোনটির একটিই ভেরিয়েন্ট লঞ্চ করেছে যা 2 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত। 4জি ভোএলটিই সাপোর্টেড এই ফোনটি রেড ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে 8,490 টাকার বিনিময়ে কেনা যায়।

Oppo A1k এ 6.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 এর সঙ্গে এই ফোনটি অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক 6762 চিপসেটে রান করে। এই ফোনেও সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা আছে। Oppo A1k এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Y15
ভিভো কোম্পানির ওয়াই সিরিজে লঞ্চ করা Vivo Y15 এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। ভিভো তাদের এই ফোনটি 13,990 টাকা দামে রেড ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

Vivo Y15 ফোনটি 6.35 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9 এর সঙ্গে এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। Vivo Y15 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Infinix S4
ইনফিনিক্সের লঞ্চ করা এই স্মার্টফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। Infinix S4 এ 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি নেবুলা ব্লু, পার্পল ও গ্ৰে কালার ভেরিয়েন্টে মাত্র 8,999 টাকার বিনিময়ে সেল করা হয়। কোম্পানির বক্তব্য অনুযায়ী Infinix S4 26 দিনের স্ট‍্যান্ড বাই দিতে সক্ষম।

Infinix S4 ফোনটি।6.21 ইঞ্চির আইপিএস টিএফটি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এক্স ওএস 5.0 এর সঙ্গে এই ফোনটি অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Infinix S4 এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

OnePlus 7 Pro
ফ্ল‍্যাগশিপ প্রেমীদের জন্য ওয়ানপ্লাস নিয়ে এসেছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা OnePlus 7 Pro। এই ফোনটি Warp Charge 30 টেকনিক সাপোর্ট করে যা 30 ওয়াট পাওয়ার ইনপুটযুক্ত। OnePlus 7 Pro এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 48,999 টাকা, 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 52,999 টাকা এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 57,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

OnePlus 7 Pro ফোনটি 6.67 ইঞ্চির কিউএইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 সহ অক্সিজেন ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত প্রসেসরের সঙ্গে 7 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 এ রান করে।

জুন মাসে লঞ্চ হবে পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Vision, জেনে নিন দাম

OnePlus 7 Pro ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। OnePlus 7 Pro তে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Oppo Reno 10X Zoom
দুদিন আগে লঞ্চ হ‌ওয়া ওপ্পোর এই ফ্ল‍্যাগশিপ ফোনটি ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে VOOC 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,065 এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট করে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 39,990 টাকা ও 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 49,990 টাকা দামে 7 জুন থেকে সেল করা হবে।

এই ফোনে গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্ট করা 6.6 ইঞ্চির এমোলেড ডিসপ্লে আছে। কোম্পানির পক্ষ থেকে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 6 এর সঙ্গে Oppo Reno 10X Zoom কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 640 জিপিইউ দেওয়া হয়েছে।

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

ফোটোগ্ৰাফির জন্য Oppo Reno 10X Zoom এ ট্রিপলরেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। Oppo Reno পৃথিবীর প্রথম শার্ক ফিন পপ আপযুক্ত স্মার্টফোন।

Xiaomi Black Shark 2
শাওমির এই ফোনটি মূলত গেম প্রেমীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এই ফোনে কোয়ালকমের কুইক চার্জ 4.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। Black Shark 2 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 39,999 টাকা ও 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 49,999 টাকা দামে 4 জুন থেকে সেল করা হবে।

মেটালিক বডিতে তৈরি Black Shark 2 তে 6.39 ইঞ্চির ট্রু ভিউ এমোলেড ডিসপ্লে আছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট দেওয়া হয়েছে। গেমিঙের এক্সপেরিয়েন্স আরও ভালো করে উপভোগ করার জন্য এতে লিকুইড কুল 3.0 মাল্টিলেয়ার কুলিং সিস্টেম আছে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 640 জিপিইউয়ের ব‍্যবহার করা হয়েছে।

পাকিস্তানের থেকেও কম মোবাইল ইন্টারনেট স্পীড পাওয়া যাচ্ছে ভারতে, পড়ে গেল গ্লোবাল র‍্যাঙ্ক

ফোটোগ্ৰাফির জন্য Black Shark 2 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই রেয়ার ক‍্যামেরা 2X অপ্টিক‍্যাল জুম সাপোর্ট করে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে কানেক্টিভিটির জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here