Samsung Galaxy Note 10 Lite এ থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা, লঞ্চের আগেই চলে এল তথ্য

Samsung সম্পর্কে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে কোম্পানি তাদের “গ‍্যালাক্সি নোট” সিরিজের নতুন ডিভাইস লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই ফোন Galaxy Note 10 Lite নামে টেক মঞ্চে পেশ করা হবে। গত সপ্তাহে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি লিস্টেড হতে দেখা গেছে, যেখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও উল্লেখ ছিল। এবার Samsung Galaxy Note 10 Lite এর ক‍্যামেরা ডিপার্টমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। একটি নতুন রিপোর্টে Samsung Galaxy Note 10 Lite এর সেলফি ক‍্যামেরার সঙ্গে এর রেয়ার ক‍্যামেরা সম্পর্কেও জানা গেছে। 

আরও পড়ুন : কেরলে এক ব‍্যাক্তি Flipkart এ অর্ডার করল 27,500 টাকার ক‍্যামেরা, বাক্স থেকে বেরাল ইট

Samsung Galaxy Note 10 Lite সম্পর্কে এই নতুন তথ্য ড্রয়েডশাউট ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। এই ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy Note 10 Lite ফোনটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। স‍্যামসাঙের “গ‍্যালাক্সি নোট” সিরিজের কোনো ফোনে এখনও পর্যন্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যায়নি। তাই যদি Samsung Galaxy Note 10 Lite এ সত্যিই 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকে তবে এটি কোম্পানির প্রথম এত শক্তিশালী সেলফি ক‍্যামেরাওয়ালা নোট ডিভাইস হবে। অন‍্যদিকে ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে বলে জানা গেছে।

গীকবেঞ্চ লিস্টিং

গীকবেঞ্চ থেকে জানা গেছে  Samsung Galaxy Note 10 এ 6 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই 2.0 তে কাজ করবে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোম্পানির নিজস্ব Exynos 9810 চিপসেট থাকবে। প্রসঙ্গত Exynos 9810 গত বছর লঞ্চ করা স‍্যামসাঙের ফ্ল‍্যাগশিপ প্রসেসর, যা Galaxy S9, Galaxy S9+ ও Galaxy Note 9 ফোনে দেওয়া হয়েছিল। গীকবেঞ্চের তথ্য অনুযায়ী এই ফোনে 6 জিবি র‍্যাম থাকবে। এই বেঞ্চমার্কিং সাইটে Samsung Galaxy Note 10 Lite ফোনটি সিঙ্গেল কোরে 667 এবং মাল্টি কোরে 2,030 স্কোর পেয়েছে।

আরও পড়ুন : সস্তা হল OPPO A9 2020 এবং OPPO Reno 2Z, 2,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে এই ফোনদুটি

স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Samsung Galaxy Note 10 Lite এ 6.69 ইঞ্চির বিরুদ্ধে দেওয়া হতে পারে। আরও জানা গেছে যে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে এবং ফোনটির প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy Note 10 Lite এ 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।

Samsung Galaxy Note 10 Lite সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তাই যতদিন পর্যন্ত না কোম্পানি ফোনটির ব‍্যাপারে অফিসিয়ালি কোনো তথ্য দিচ্ছে ততদিন এইসব স্পেসিফিকেশন সঠিক বলা উচিত নয়। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here