স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 ফ্লিপকার্টে হল লিস্টেড, 19শে আগস্ট থেকে হতে পারে প্রিবুকিং শুরু

91মোবাইলস গত সপ্তাহে একটি এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছে স‍্যামসাং তাদের নতুন হাইএন্ড ফ্ল‍্যাগশিপ ডিভাইস গ‍্যালাক্সি নোট 9 আগামী 19শে আগস্ট ভারতে লঞ্চ করে দেবে। ডিভাইসটি আগামী 10ই আগস্ট আন্তর্জাতিক স্তরে লঞ্চ হবে এবং এর 10 দিন পর অর্থাৎ 19শে আগস্ট থেকে ভারতে প্রিবুকিং চালু হয়ে যাবে। দেশের অন‍্যতম শপিং সাইট ফ্লিপকার্ট স‍্যামসাং প্রোডাক্ট নোট 9 এর জন্য ওয়েবপেজ বানিয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 ফ্লিপকার্টে এক্সক্লুসিভ পাওয়া যাবে।

ফ্লিপকার্ট স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 এর ওয়েবপেজ বানিয়েছে সেখানে 9ই আগস্ট ফোনটির লঞ্চ ডেট হিসেবে লিখেছে। জানা গেছে ফ্লিপকার্টে ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে এবং ভারতে ফ্লিপকার্টে এক্সক্লুসিভ ফোনটির সেল চলবে।

গ‍্যালাক্সি নোট 9 এর স্পেশিফিকেশন‌ আপাতত ফ্লিপকার্টে বলা হয়নি। তবে তিনটি আলাদা ভিডিও থেকে ফোনটির স্টোরেজ, ব‍্যাটারী ও চিপসেট পাওয়ার সম্পর্কে ধারণা করা যায়। 9ই আগস্ট স‍্যামসাং নিউইয়র্কে একটি ইভেন্টের আয়োজন করে ফোনটি গ্লোবাল মঞ্চে লঞ্চ করবে। কিছু সূত্র থেকে জানা গেছে ফোনটি 19শে আগস্ট থেকে প্রিবুকিং চালু হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এর সেল শুরুহতে য়ে যাবে। তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 এর দাম প্রায় 72,990 টাকা রাখা হতে পারে।

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওসহ কিউএইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। গ‍্যালাক্সি নোট 9 এ 6.3 ইঞ্চির স্ক্রিন দেখা যেতে পারে এবং গ‍্যালাক্সি নোট 8 এর মতোই এতেও ডিসপ্লে দুদিক থেকে কার্ভড হতে পারে। শোনা যাচ্ছে স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 দুটি চিপসেট ভেরিয়েন্টে পেশ করা হবে। একটিতে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট ও অপরটিতে এক্সনোস 9810 চিপসেট দেওয়া হতে পারে।

গ‍্যালাক্সি নোট 9 এ 6 জিবি র‍্যাম দেওয়া হতে পারে। এবং এতে 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হতে পারে। এতে হরাইজন্টাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে এবং রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী থাকতে পারে।

স‍্যামসাং গ‍্যালাক্সি নোট সিরিজের পরিচয় এসপেন‌কেও এবার কোম্পানি আরও অ্যাডভান্স ও হাইটেক করে তুলেছে। শোনা যাচ্ছে এবার এসপেনে ব্লুটুথ কানেক্টিভিটি ব‍্যবহার করা হবে। জেস্চার কন্ট্রোলের সঙ্গে এসপেন দিয়ে মিউজিক কন্ট্রোল, গ‍্যালারি অ্যাকসেস ও টাইমারের মত ব‍্যবহার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here