স‍্যামসাং আনতে চলেছে অন সিরিজের নতুন একটি স্মার্টফোন, ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে

স‍্যামসাং বছরের শুরুতে ভারতীয় বাজারে তাদের অন সিরিজের স্মার্টফোন অন7 প্রাইম লঞ্চ করেছিল। দুর্দান্ত স্পেসিফিকেশনসহ ফোনটি আর্টিফিসিয়াল টেকনিকে কাজ করে। বছরের দ্বিতীয়ার্ধের শুরুতে।স‍্যামসাং ইন্ডিয়া তাদের অন সিরিজে নতুন স্মার্টফোন জুড়তে চলেছে। স‍্যামসাং ইন্ডিয়া নিজে।জানিয়েছে।কোম্পানি।জুলাইয়ের প্রথম সপ্তাহে অন সিরিজের নতুন ফোন পেশ করবে।

এজেন্সি থেকে পাওয়া তথ্য অনুযায়ী স‍্যামসাং অন সিরিজের নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে ফোনটি ভারতে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে স্মার্টফোনটি অনলাইন প্ল‍্যাটফর্মে পাওয়া যাবে এবং কোনো শপিং সাইটে এক্সক্লুসিভ সেল শুরু হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি অন সিরিজের এই পরবর্তী স্মার্টফোনে বেজল লেস ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হতে পারে যা সুপার এমোলেড টেকনিকযুক্ত হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। প্রসেসর ও চিপসেট সম্পর্কে কোন তথ্য জানা যায়নি তবে আশা করা হচ্ছে এতে কোম্পানির এক্সনোস চিপসেট রান করবে।

স‍্যামসাং ফোনটিকে মাঝারি বাজেটে লঞ্চ করবে এবং আশা করা হচ্ছে লঞ্চের পরেই ভারতে অনলাইন সেলের মাধ্যমে ফোনটি পাওয়া যাবে। ফোনটি লঞ্চের আগে কোম্পানি ডিজিটাল ক‍্যাম্পেন চালাতে পারে বলে মনে করা হচ্ছে। স‍্যামসাঙের এইসব উদ‍্যোগ দেখে এটা বললে খুব ভুল হবে না যে কোম্পানি শাওমি ও অনারের মত চীনা কোম্পানিগুলিকে সরাসরি টক্কর দিতে চাইছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here