1 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung-এর 3টি দুর্দান্ত স্মার্টফোন, 200MP ক্যামেরার সঙ্গে পাওয়া যাবে হাজার জিবি স্টোরেজ

অবশেষে Samsung Galaxy S23 series এর লঞ্চ ডেট প্রকাশ্যে এসে গেছে। কোম্পানির জানিয়েছে আগামী 1 ফেব্রুয়ারি 2023 কোম্পানির তরফ থেকে Galaxy Unpacked 2023 ইভেন্টের আয়োজন করা হবে। রাত 10টার সময় San Francisco, USA-তে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Galaxy S23, Galaxy S23+ এবং Galaxy S23 Ultra স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনগুলি সম্পর্কে যা জানা গেছে সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: শীঘ্রই শুরু হচ্ছে BSNL 4G সার্ভিস, তার কিছুদিনের মধ্যেই চালু হবে 5G পরিষেবাও! জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy S23 Series-এর লিক স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy S23 Series-এর তিনটি ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরার পাশাপাশি Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া হবে। তবে Galaxy S23 Ultra ফোনটিতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

এই সিরিজের প্রথম দুটি ফোন অর্থাৎ Galaxy S23 এবং Galaxy S23+ ফোনদুটিতে 5G কানেক্টিভিটি, 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে। এছাড়া সিরিজের সবচেয়ে বড় মডেল Galaxy S23 Ultra তে 12GB পর্যন্ত RAM এবং 256GB, 512GB এবং 1TB পর্যন্ত স্টোরেজ যোগ করা হতে পারে। আরও পড়ুন: 631km রেঞ্জ সহ লঞ্চ হল Hyundai Ioniq 5, কয়েক মিনিটেই হবে 80 শতাংশ চার্জ 

আপকামিং Samsung Galaxy S23 সিরিজের ফোনগুলির দাম কোম্পানির Galaxy S22 সিরিজের মতোই হবে বলে জানা গেছে। এছাড়া Galaxy S23 এবং Galaxy S23 Ultra ফোনদুটি বোটানিক গ্রিন, কটন ফ্লাওয়ার, মিস্টি লিলেক এবং ফ্যান্টম ব্ল্যাক কালারে সেল করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here