স্যামসাঙের প্রিমিয়াম স্মার্টফোন কেনার জন্য সবাই উচ্ছ্বসিত থাকে, কিন্তু এই ফোনগুলির দাম বেশি হওয়ার কারণে এটি সাধারণ মানুষের সামর্থ্য হয় না। কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলিতে অফার এবং প্রাইস কাট করার পর সহজে কেনা সম্ভব হয়। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S24 5G ফোনটিতে মোট 18,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দাম কমানো হয়েছে। এই ডিসকাউন্টের পর প্রথম ফোনটি লঞ্চ দামের থেকে অত্যন্ত কম দামে পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার এবং ডিসকাউন্ট ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S24 5G এর অফার ডিটেইলস
Samsung Galaxy S24 ফোনটি তিনটি স্টোরেজ অপশনে সেল করা হচ্ছে। জানিয়ে রাখি কোম্পানি ফোনটির লঞ্চ দামের থেকে 12,000 টাকা পর্যন্ত দাম কমিয়ে দিয়েছে। এই অফার লিমিটেড সময়ের জন্য চলছে। একইসঙ্গে শপিং সাইট আমাজনে ফোনটির বেস মডেল থেকে টপ মডেলে পর্যন্ত 5,500 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া এই ফোনটিতে 1,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ মতো এই ফোনটিতে 18,000 টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে।
নীচে দেওয়া টেবলের মাধ্যমে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টের দাম দেখানো হয়েছে।
Samsung Galaxy S24 স্টোরেজ অপশন | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | কুপন ডিসকাউন্ট | লিমিটেড ডিল প্রাইস |
8GB RAM + 128GB স্টোরেজ | 74,999 টাকা | 12,000 টাকা | 5,000 টাকা | 57,999 টাকা |
8GB RAM + 256GB স্টোরেজ | 79,999 টাকা | 12,000 টাকা | 5,000 টাকা | 62,999 টাকা |
8GB RAM + 512GB স্টোরেজ | 89,999 টাকা | 12,000 টাকা | 5,500 টাকা | 72,499 টাকা |
শপিং সাইট আমাজনে এই অফার দেখার জন্য এখানে ক্লিক করুন। এছাড়া কোম্পানির ওয়েবসাইটে ফোনটির বেস মডেল 62,999 টাকা, মিড মডেল 67,999 টাকা এবং টপ মডেল 77,999 টাকা দামে সেল করা হচ্ছে।
Samsung Galaxy S24 ফোনটি কি কেনা উচিৎ?
কোম্পানির Samsung Galaxy S24 সিরিজ এখনও পর্যন্ত লেটেস্ট প্রিমিয়াম ডিভাইস। এই ফোনটিতে শক্তিশালী 2400 ডেকা-কোর চিপসেট, 4,000এমএএইচ ব্যাটারি, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সহ বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। ফোনটির কম্প্যাক্ট লুক এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বর্তমানে যে অফার পাওয়া যাচ্ছে, সেই হিসেবে এটি অত্যন্ত ভালো অপশন।
Samsung Galaxy S24 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy S24 ফোনে 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ডায়নামিক এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেট ও 2600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্যামসাঙ এক্সিনস 2400 ডেকাকোর প্রসেসর দেওয়া রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। অন্যদিকে সেলফির জন্য এই ফোনটিতে এআই ফিচারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান ইউআই 6.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে।