256 জিবি স্টোরেজযুক্ত স‍্যামসাং গ‍্যালাক্সি এস9 প্লাসের দাম কমল, জেনে নিন নতুন দাম

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং 20 ফেব্রুয়ারি গ‍্যালাক্সি আনপ‍্যাকড ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে কোম্পানি গ‍্যালাক্সি এস10 সিরিজের সঙ্গে ফোল্ডেবল 5জি ফোন‌ও লঞ্চ করতে পারে। এবার খবর পাওয়া গেছে কোম্পানি ভারতে গ‍্যালাক্সি এস9 প্লাসের দাম কমিয়ে দিয়েছে। 91মোবাইলস রিটেইল চেইন সোর্স থেকে এই খবর পেয়েছে।

স‍্যামসাং আনতে চলেছে পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ90 ফোন, ভিভো ও ওপ্পোর জন্য কড়া প্রতিযোগিতা

খবর পাওয়া গেছে কোম্পানি গ‍্যালাক্সি এস9 প্লাসের 64 জিবি, 128 জিবি ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমিয়েছে। কম দামে এই ফোন এখন অফলাইন মার্কেট থেকে কেনা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস9 প্লাসের বেস ভেরিয়েন্ট 64 জিবি মডেল 57,900 টাকা দামে কেনা যাবে। এক‌ই ভাবে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 61,900 টাকা ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 65,900 টাকা দামে কেনা যাবে।

সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে রেডমি ফোন, জানালো কোম্পানি

স‍্যামসাং গ‍্যালাক্সি এস9 প্লাসে 6.2 ইঞ্চির সুপার এমোলেড কোয়াড এইচডি+ স্ক্রিন পাওয়া যাবে। এর স্ক্রিন রেজলিউশন 2960 × 1440 পিক্সেল। সাধারণত বেজল লেস ডিসপ্লের আসপেক্ট রেশিও 18:9 হলেও স‍্যামসাঙের এই ফোনটি 18:5 আসপেক্ট রেশিওযুক্ত। এই ফোনটি এক্সনস 9810 চিপসেটে রান করে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস9 প্লাসের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সরযুক্ত একটি ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যার মধ্যে একটি টেলিফোটো লেন্স ও অপরটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য গ‍্যালাক্সি এস9 প্লাসে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here