7,300 এম‌এএইচ ব‍্যাটারী ও 10.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল স‍্যামসাঙের পাওয়ারফুল ট‍্যাবলেট গ‍্যালাক্সি ট‍্যাব এ

গতকাল টেক জগতের অন‍্যতম বড় কোম্পানি স‍্যামসাং আন্তর্জাতিক মঞ্চে তাদের দুটি নতুন ডিভাইস লঞ্চ করেছে। স‍্যামসাং নিউইয়র্কে একটি ইভেন্টের আয়োজন করেছিল এবং এই ইভেন্টের মঞ্চেই প্রথমবারের জন্য গ‍্যালাক্সি ট‍্যাব এস 4 ও গ‍্যালাক্সি ট‍্যাব এ 10.5 ইঞ্চি টেক জগতের সামনে আনা হয়। দুটি ডিভাইস‌ই অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিভিন্ন মার্কেটে সেলের জন্য উপলব্ধ হয়ে পড়বে। স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এস 4 এর স্পেশিফিকেশন জানতে এখানে ক্লিক করূন এবং গ‍্যালাক্সি ট‍্যাব এ 10.5 ইঞ্চির স্পেশিফিকেশন নিম্নরূপ

কোম্পানির এ সিরিজে পেশ করা এই ট‍্যাবটি 16:10 আসপেক্ট রেশিওসহ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 1920 × 1200 পিক্সেল রেজলিউশনযুক্ত 10.5 ইঞ্চির বড় টিএফটি এলসিডি স্ক্রিন সাপোর্ট করে। ট‍্যাবটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে। ডিভাইসটি ওয়াইফাই ওনলি এবং এলটিই মডেলে পেশ করা হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এ 10.5 ইঞ্চিতে 3 জিবি র‍্যাম যোগ করেছে। এতে 32 জিবি মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য ট‍্যাবের ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। উন্নত ফোটোগ্ৰাফির জন্য ক‍্যামেরা সেট‌আপগুলি এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এ 10.5 ইঞ্চিতে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য এতে ডলবি এটমোসযুক্ত কোয়াড স্পীকার দেওয়া হয়েছে। কোম্পানি ট‍্যাবটিতে চিল্ড্রেন মোড ও প‍্যারেন্টাল কন্ট্রোল দিয়েছে যার সঙ্গে 8টি চিল্ড্রেন অ্যাপ ফ্রিতে দেওয়া হয়েছে। স‍্যামসাঙের স্মার্টথিঙ ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 7,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি ট‍্যাব এ 10.5 ইঞ্চি ব্লু, ব্ল‍্যাক ও গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ডিভাইসটির ওয়াইফাই ওনলি ভেরিয়েন্ট 330 ইউরো দামে লঞ্চ করা হয়েছে ভারতীয় টাকায় যার দাম প্রায় 26,330 টাকা। এবং ট‍্যাবটির এলটিই মডেল 390 ইউরো অর্থাৎ ভারতীয় হিসেবে প্রায় 31,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here