প্রকাশ্যে এল ফোল্ডেবল iPhone এর লঞ্চ টাইমলাইন এবং Samsung Galaxy Z Fold 7, Flip 7 ফোনের ডিসপ্লে সাইজ

Samsung তাদের দারুণ কিছু আপগ্রেড সহ নতুন ফোল্ডেবল ফোন নিয়ে আসতে চলেছে। এর মধ্যে foldable phones এর স্ক্রিন সাইজ রয়েছে। ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টস (DSCC) এর এনালিস্ট রস ইয়ং তাদের সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্টে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাঙের আসন্ন ফোল্ডেবল ফোন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। এই আপকামিং ফোনগুলি Samsung Galaxy Z Fold 7 এবং Samsung Galaxy Z Flip 7 নামে লঞ্চ করা হবে। স্যামসাঙ ছাড়াও এনালিস্ট Apple fold phone সম্পর্কেও বেশ কিছু তথ্য জানিয়েছেন। এইসব প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

নতুন স্যামসাঙ ফোল্ড ফোনে থাকবে বড় ডিসপ্লে

  • Samsung Galaxy Z Flip 7 এবং Galaxy Z Fold 7 ফোনের সম্পর্কে এনালিস্ট জানিয়েছেন, 2025 সালে আসন্ন স্যামসাঙের ফোল্ডেবল ফোনে বড় ডিসপ্লে দেওয়া হবে।
  • Ross Young তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন, কোম্পানির সাউথ কোরিয়া এক্সক্লুসিভ Fold 6 SE (Special Edition) ফোনের মতোই Galaxy Z Fold 7 ফোনের ডিসপ্লে সাইজ দেওয়া হবে।
  • এই স্যামসাঙ গ্যালাক্সি জেড ফোল্ড 6 এসই ফোনে 8 ইঞ্চির ইন্টারনাল প্রাইমারি ডিসপ্লে এবং 6.5 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • গ্যালাক্সি জেড ফ্লিপ 7 ফোনে 6.85 ইঞ্চির মেইন স্ক্রিন এবং 4 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হতে পারে। আগের ফ্লিপ ফোনে 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছিল।
  • রিপোর্ট অনুযায়ী আগের মডেলের তুলনায় Samsung Galaxy Z Flip 7 এবং Galaxy Z Fold 7 ফোনের থিকনেস 10 শতাংশ কম দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ছাড়াও রস ইয়াং এর বক্তব্য অনুযায়ী এবার স্যামসাঙ তাদের Galaxy Z Fold 7 ফোনের SE (স্পেশাল এডিশন) লঞ্চ করবে না।

কবে লঞ্চ হবে Apple Fold Phone?

  • এই রিসার্চ রিপোর্টে মাধ্যমে রস ইয়াং অ্যাপেল ফোল্ডেবল ফোন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী অ্যাপেলের এই ফোনটি বাজারে আসতে বেশ কিছু দিন সময় লাগবে। অর্থাৎ 2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে অ্যাপেল ফোল্ডেবল ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।
  • স্মার্টফোন বাজারে অ্যাপেলের বর্তমান অবস্থান থেকে আশা করা হচ্ছে, কোম্পানির আপকামিং ফোল্ডেবল ফোনটি বাজারে গুরুত্বপূর্ণ বৃদ্ধি করতে পারে।
  • রিপোর্ট অনুযায়ী 2026 সাল Apple foldable ফোনের জন্য একটি রেকর্ড ইয়ার হতে পারে। এর ফলে 30 শতাংশ বেশি বৃদ্ধি হতে পারে।
  • অ্যাপেল ফোল্ডেবল ফোনটি লঞ্চ হওয়ার পর থেকে এটি দুই বছর অর্থাৎ 2027 এবং 2028 সাল পর্যন্ত ট্রেন্ড করতে পারে, এর ফলে 20 শতাংশ বেশি বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।
  • তবে জানিয়ে রাখি 2026 সালে Apple তাদের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করবে, এর মধ্যে স্যামসাঙ তাদের 8 জেনারেশন ফোল্ড ফোন পেশ করে দেবে।
  • Apple তাদের প্রথম ফোল্ডেবল ফোন বুক-স্টাইলের পরিবর্তে ক্ল্যামশেল/ফ্লিপ-স্টাইল ডিজাইন পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই ফোনের স্ক্রিন সাইজ 7.9 থেকে 8.3 ইঞ্চির মধ্যে রাখা হতে পারে।

তিনবার ফোল্ড ফোন

রস ইয়ং এর বক্তব্য অনুযায়ী 2026 সালে একটি নতুন ব্র্যান্ড ট্রাই-ফোল্ড ফোন বাজারে পেশ করতে পারে। তবে এই কোম্পানির নাম এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু জানিয়ে রাখি স্যামসাঙ ইতিমধ্যেই এরকম একটি ডিজাইনের উপর কাজ শুরু করেছে। এই বছরের সেপ্টেম্বর মাসে Huawei তাদের প্রথম ট্রাই-ফোল্ড ফোন Mate XT চীনে লঞ্চ করেছে।

আগামী বছর অর্থাৎ 2025 সালে প্রথম স্লাইডেবল ল্যাপটপ (First Slidable Laptop) বাজারে লঞ্চ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here