AI ফিচার সহ Smart TV আনতে চলেছে Samsung, জেনে নিন লঞ্চ ডেট

ভারত সহ গোটা বিশ্বে আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI নিয়ে সমালোচনা হয়ে চলেছে। স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য দিভাইসেও এই ফিচারের ব্যাবহার শুরু হয়েছে। এবার এই ধারা বজায় রেখে স্যামসাঙ নতুন স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে। এতে এআই ফিচার পাওয়া যাবে। কোম্পানির এই আপকামিং টিভি আগামী 17 এপ্রিল পেশ করা হবে। ইতিমধ্যে এই টিভির প্রিবুকিং অর্ডার শুরু হয়ে গেছে। এই বিষয়ে ন্নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Al TV এর রেঞ্জ

এতদিন বিভি ডিভাইসে এআই ব্যাবহার করতে দেখা গেছে। এবার দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স্যামসাঙ Al ফিচার সহ নতুন টেলিভিশন রেঞ্জ লঞ্চ করতে চলেছে। এই বছরের শুরুতে কোম্পানি তাদের গ্যালাক্সি 24 সিরিজ পেশ করার সময় AI সম্পর্কে জানিয়েছিল। এবার কোম্পানি আরও এক কদম এগিয়ে তাদের AI-পরিচালিত টিভি লাইনআপে Neo QLED 8K, Neo QLED 4K এবং OLED সিরিজ পেশ করবে।

Samsung Al TV প্রি অর্ডার ডিটেইলস

যারা এই টিভি কিনতে চাইছেন তাদের samsung.com এবং স্যামসাঙ শপ অ্যাপের মাধ্যমে 5,000 টাকা দাম দিয়ে এটি প্রিঅর্ডার করতে হবে। প্রিঅর্ডার করলে ইউজারদের Neo QLED 8K সিরিজে 15,000 টাকা বেনিফিট দেওয়া হবে। অন্যদিকে Neo QLED 4K এবং OLED সিরিজ প্রিঅর্ডার করলে 10,000 টাকা বেনিফিট পাওয়া যাবে।

Neo QLED 8K টিভির ফিচার

স্যামসাঙ এখনও পর্যন্ত তাদের এআই ফিচারযুক্ত টিভি সম্পর্কে বেশি কিছু জানায়নি, তবে ওয়েবসাইটে শেয়ার করা তথ্য অনুযায়ী এই ডিভাইস 75 ইঞ্চি পর্যন্ত সাইজে পেশ করা হবে। Neo QLED 8K টিভিতে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি প্রো এবং নতুন এআই জেন 3 নিউরাল কোয়ান্টাম প্রসেসর 8k এর কম্বিনেশন পাওয়া যাবে। এছাড়া AI Energy সেভিং সুবিধা দেওয়া হবে। এই টিভিতে 8k কন্টেন্ট, ইমার্সিভ অডিও সহ বিধ্যুত বাঁচানো ও ফোনের সঙ্গে কানেক্ট রাখার সুবিধা পাওয়া যাবে। এই আপকামিং টিভিগুলির সমস্ত ফিচার জানার জন্য আগামী 17 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here