Sid 2021 এ রাজ করবে Samsung ও LG, সামনে আসবে স‍্যামসাঙের মাল্টি ফোল্ড ডিসপ্লে প‍্যানেল S-Foldable

গোটা বিশ্বে ডিসপ্লে প‍্যানেল তৈরির দিক থেকে দুটি কোম্পানির রমরমা দেখা যায়। প্রথমটি নিঃসন্দেহে স‍্যামসাং এবং দ্বিতীয়টি এলজি। উভয় কোম্পানি ঘোষণা করেছে তারা Society for Information Display (SID) 2021 এর মঞ্চে তাদের লেটেস্ট ইনোভেশন গোটা বিশ্বের সামনে নিয়ে আসবে। প্রথমেই জানিয়ে রাখি SID হল বিশ্বের সবচেয়ে বড় Display Exhibition, যা আগামী সপ্তাহ থেকে অনলাইনে অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে কোম্পানি যেসব ইনোভেটিভ ডিসপ্লে প‍্যানেল দেখাবে সেগুলি ভবিষ্যতে তাদের নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোনে ব‍্যবহার করবে। কোম্পানিগুলি জানিয়েছে তারা S-Foldable অর্থাৎ মাল্টি ফোল্ড ডিসপ্লে প‍্যানেলের ওপর থেকে পর্দা সরাবে।

স‍্যামসাং এমন একটি কোম্পানি যা ফোল্ডেবল ডিসপ্লে ক‍্যাটাগরিতে মার্কেটে সব সময় এগিয়ে থাকে। কোম্পানি এই ইভেন্টে মাল্টি ফোল্ড প‍্যানেল সাপোর্টেড 7.2 ইঞ্চির ডিসপ্লে প‍্যানেল দেখাবে। এই ডিভাইস ফোল্ড হলে স্মার্টফোনের মতো এবং আনফোল্ড অবস্থায় ট‍্যাবলেট হিসেবে ব‍্যবহার করা যাবে। আপাতত এই ডিসপ্লেকে ‘S-Foldable’ নামে ডাকা হচ্ছে, যা কোম্পানি তাদের আগামী ফ্ল‍্যাগশিপ ফোনে ব‍্যবহার করতে পারে। স‍্যামসাং এই ডিসপ্লের জন্য গত মাসে ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস (EUIPO) এবং কোরিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস (KIPO) থেকে পেটেন্ট ফাইল করেছে।

এছাড়াও দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি প্রদর্শনীতে 4:3 আসপেক্ট রেশিওযুক্ত 17 ইঞ্চির ফোল্ডেবল প‍্যানেল দেখাতে পারে। এই ডিসপ্লে ‘Carry Small, See Big’ কন্সেপ্টে তৈরি, যা ট‍্যাবলেটের মতো ক‍্যারি করা যাবে কিন্তু আনফোল্ড করলে কম্পিউটারের মতো মাপের হয়ে যাবে।

অন‍্যদিকে এলজি এই ইভেন্টে লুমিনাস এফিসিয়েন্সি ইনহ‍্যান্সযুক্ত 83 ইঞ্চির OLED TV ডিসপ্লে প‍্যানেল পেশ করবে। এর সঙ্গে কোম্পানি 48 ইঞ্চির বেন্ডেবল সিনেম‍্যাটিক সাউন্ড OLED ডিসপ্লে শো করবে যা স্পীকার ছাড়াই ভাইব্রেশন ও সাউন্ড দেবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে রোলেবল ও ট্রান্সপারেন্ট ডিসপ্লে প‍্যানেলের সঙ্গে অটোমেটিক প্লাস্টিক ওএল‌ইডি ডিসপ্লে আনবে। এর পাশাপাশি শোনা যাচ্ছে স‍্যামসাং আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা টেকনোলজি দেখাতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here