4,880 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লিস্টেড হলো Vivo এর নতুন ফোন, জানা গেছে স্পেসিফিকেশন

Vivo কয়েক দিন আগে ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিওবাড়ানোর উদ্দেশ্য নিয়ে তাদের নতুন স্মার্টফোন Vivo S1 লঞ্চ করেছিল। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল যার প্রাথমিক দাম 17,990 টাকা। এইফোনটি ভারতে অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হচ্ছে। আবার কোম্পানির আরও একটি নতুন স্মার্টফোন চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড হতে দেখা গেছে এবং এই লিস্টিং থেকে ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

32 এমপি সেলফি ক‍্যামেরার সঙ্গে 23 আগস্ট আসতে চলেছে Xiaomi Mi A3, জেনে নিন এর ফিচার

Vivo এর এই আগামী স্মার্টফোন টেনাতে Vivo V1928A মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। টেনার এই লিস্টিং 8 আগস্টে করা হলেও আবার এটি আপডেট করা হয়েছে। লিস্টিঙে ফোনটির নামের উল্লেখ করা হয়নি তবে Vivo V1928A এর ফোটোসহ স্পেসিফিকেশন জানানো হয়েছে। টেনাতে বলা হয়েছে Vivo এর এই আগামী স্মার্টফোনের ডায়মেনশন 159.43 × 76.77 × 8.92 এম‌এম এবং এর ওজন 190.5 গ্ৰাম।

লুক ও ডিজাইন
টেনাতে দেখানো হয়েছে যে Vivo V1928A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড হ‌ওয়া ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত দেখানো হয়েছে। তবে এই নচের আকার ও সাইজ কেমন হবে তা এই লিস্টিঙে বলা হয়নি। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট আছে। Vivo V1928A মডেল নাম্বারসহ লিস্টেড এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে ৎআ ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে এবং ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে Vivo এর ব্র‍্যান্ডিং আছে।

1 জিবিপিএস আল্ট্রা স্পীডের সঙ্গে লঞ্চ হলো জিও গিগাফাইবার, সঙ্গে টিভি ফ্রি, 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে বুকিং

ফিচার ও স্পেসিফিকেশন
টেনার তথ্য অনুযায়ী Vivo V1928A ফোনটিতে 720 × 1544 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.35 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। আরও বলা হয়েছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএস 9.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে রান করে। তবে লিস্টিঙে এটা বলা হয়নি যে এই ফোনটি মিডিয়াটেক চিপসেটে কাজ করবে না কোয়ালকম চিপসেটে।

টেনাতে Vivo V1928A এর দুটি ভেরিয়েন্ট লিস্টেড করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি আছে এবং অপর ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। টেনাতে বলা হয়েছে এই দুটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে এবং এর সাহায্যে ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Jio ইন্টারনেটের সঙ্গে 4K LED TV ও Setup Box দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে

ফোটোগ্ৰাফির জন্য Vivo V1928A মডেল নাম্বারসহ ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। লিস্টিঙের তথ্য অনুযায়ী এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকবে। সেলফির জন্য Vivo এর এই আগামী ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। টেনাতে বলা হয়েছে Vivo V1928A তে 4,880 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে এবং এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ভিভোর এই আগামী স্মার্টফোন কবে লঞ্চ হবে এবং কি নামে লঞ্চ করা হবে সেবিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। টেনাতে Vivo V1928A মডেল নাম্বার‌ওয়ালা ফোনটি ব্লু কালারে দেখানো হয়েছে। আশা করা হচ্ছে ভিভোর পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই ফোনটি পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here