ভারতীয় বাজারে বেড়েছে Second Hand Smartphone এর চাহিদা, আপনার বাড়িতেও কি প্রয়োজন আছে?

আজকের দিনে দাঁড়িয়ে ভারত বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় মোবাইল মার্কেট। বলতে গেলে প্রতিদিন‌ই দেশে লক্ষ লক্ষ ফোন সেল‌আউট হচ্ছে এবং প্রায়ই নতুন নতুন ফোন লঞ্চ করা হচ্ছে। Xiaomi, Oppo, Vivo, Realme ও OnePlus এর মতো চীনা ব্র‍্যান্ড থেকে শুরু করে Samsung, Nokia ও Apple হল এমন কয়েকটি ব্র‍্যান্ড যারা ভারতীয়দের ফোন ব‍্যবহারের ধরন অনুযায়ী তাদের ফোন লঞ্চ করে। কিন্তু বিগত কিছু সময় ধরে দেশে ক্রমশ সেকেন্ড হ‍্যান্ড ফোনের চাহিদা বাড়তে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ নতুন ফোন কেনার বদলে পুরোনো ফোনের প্রতি যেন একটু বেশিই আকৃষ্ট হয়ে পড়ছে। পুরোনো ফোনের এই বিপুল পরিমাণ চাহিদা দেশের মোবাইল মার্কেটকে যথেষ্ট প্রভাবিত করেছে।

সেকেন্ড হ‍্যান্ড ফোন মানে হল, যে ফোন আগে কোনো ব‍্যাক্তি ব‍্যবহার করেছে। একে রিফার্বিশড বা ইউজড ফোন‌ও বলা হয়ে থাকে। এই ধরনের ফোন সাধারণত তারাই বেচেন যারা নতুন বা লেটেস্ট ফোন কিনতে চান, তাই তাদের পুরোনো ফোনটি বেচে দেন। কিন্তু বর্তমানে দেশে এই ধরনের ফোন কেনার প্রতি মানুষের ঝোঁক হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে। আর এর পেছনে অন‍্যতম সবচেয়ে বড় কারণ, “বাচ্চাদের অনলাইন ক্লাসের পড়াশোনা”।

চাহিদা বেড়ে ওঠার কারণ

করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ গোটা বিশ্বকে রীতিমতো থামিয়ে রেখে দিয়েছে। ভারতে আনলক প্রক্রিয়া শুরু হলেও স্কুল, কলেজসহ অন‍্যান‍্য শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে বন্ধ‌ই রাখা হয়েছে। গোটা দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস করাচ্ছে। শিক্ষকরা অনলাইনে পড়াচ্ছেন এবং বাচ্চারা পড়ছে। এই প্রক্রিয়ার জন্য সবার আগে প্রয়োজন একটি স্মার্টফোন। ঘরে ঘরে এই প্রয়োজন মেটানোর জন্য সাধারণ মানুষজন বিকল্প হিসেবে সেকেন্ড হ‍্যান্ড ফোনের প্রতি ঝুঁকে পড়েছে।

মফস্বল এবং গ্ৰামের দিকে চাহিদা সবচেয়ে বেশি

রি-কমার্স মার্কেটপ্লেস ক‍্যাশিফাইয়ের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের কারণে জারি করা লকডাউনের পর দেশের 36 শতাংশ মানুষ সেকেন্ড হ‍্যান্ড গ‍্যাজেটের ওপর টাকা খরচ করেছে। রিপোর্ট অনুযায়ী টিয়ার 3 এবং টিয়ার 4 এর শহরগুলিতে আগে এই চাহিদা ছিল 20 শতাংশের মতো। কিন্তু এখন এটি বেড়ে 35 শতাংশ হয়ে গেছে। ক‍্যাশিফাই জানিয়েছে 32 শতাংশ মানুষ যেখানে রিমোট ওয়ার্কিঙের কারণে সেকেন্ড হ‍্যান্ড গ‍্যাজেট কিনেছে আবার সেখানে দাঁড়িয়ে 26 শতাংশ মানুষ ডিজিটাল লার্নিং, ওয়ার্ক শিফ্টিং এবং এন্টারটেইনমেন্টের জন্য রিফার্বিশড ফোন নিয়েছে।

সবচেয়ে বেশি পছন্দের সেকেন্ড হ‍্যান্ড ব্র‍্যান্ড

ক‍্যাশিফাইয়ের তথ্য থেকে জানা গেছে 2019-2020 অর্থনৈতিক বছরে সেকেন্ড হ‍্যান্ড ফোনের ক্ষেত্রে Mi স্মার্টফোনের চাহিদা ছিল সবচেয়ে বেশি। ব‍্যবহৃত ফোনের মার্কেটে শাওমির মার্কেট শেয়ার 27 শতাংশ দেখা গেছে। এই লিস্টে Apple রয়েছে দ্বিতীয় এবং Samsung তৃতীয় স্থানে। এই দুটি কোম্পানির কাছেই 16 শতাংশ করে মার্কেট শেয়ার আছে। এক‌ইভাবে 12 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে Motorola চতুর্থ স্থানে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here