IMEI এবং ইউকের EE ডেটাবেসে দেখা গেল Vivo V40 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভিভো তাদের ভি30 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে ভি40 সিরিজে কাজ শুরু করেছে। কোম্পানি গত মাসে গ্লোবাল বাজারে Vivo V40 SE স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই সিরিজে আরও একটি ফোন যোগ করা হল। কারণ IMEI এবং ইউকের EE সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo V40 Pro স্মার্টফোনটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং সম্পর্কে।

Vivo V40 Pro এর IMEI এবং EE লিস্টিং

  • EE সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভো নতুন V40 সিরিজের স্মার্টফোন V2347 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • এই সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি Vivo V40 Pro নামে দেখা গেছে।
  • ছবিতে এই ফোনটি দুটি ধরনের ডিটেইল সহ দেখানো হয়েছে। এর মধ্যে একটি এনএফসি সাপোর্ট সহ এবং দ্বিতীয়টি এনএফসি সাপোর্ট ছাড়া দেখা গেছে।
  • আইএমআই ডেটাবেসে এই ফোনটি লিস্টেড হয়েছে। তবে এই লিস্টিঙের মাধ্যমে এই ফোন ডিটেইলস সম্পর্কে জানা যায়নি।
  • এই দুটি লিস্টিং অনুযায়ী কোম্পানি তাদের ভিভো40 সিরিজের কাজ শুরু করেছে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই গ্লোবাল সহ ভারতের বাজারে পেশ করা হতে পারে।

Vivo V40 SE 5G এর স্পেসিফিকেশন

গতমাসে অর্থাৎ এপ্রিল মাসে ভিভো তাদের Vivo V40 SE 5G স্মার্টফোন গ্লোবালি পেশ করেছিল। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Vivo V40 SE 5G ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন এবং 6.67 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে আল্ট্রা বিজন এমোলেড প্যানেল ডিসপ্লে যা 120হার্টজ রিফ্রেশ রেট সহ 1800নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: Vivo V40 SE 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যান টাচ ওএস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর সহ 2.2 গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।
  • মেমরি: গ্লোবাল বাজারে Vivo V40 SE 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB এক্সন্টেড RAM এবং ফিজিক্যাল RAM সহ 16GB RAM দেওয়া হয়েছে। এই ফোনে 256জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সহযোগিতায় 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোন ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য Vivo V40 SE 5G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এই ফোন এফ/2.0 অ্যাপচারযুক্ত সেন্সর রয়েছে, এতে নাইট, পোর্টেট ও লাইভ ফটো মোড সহ ডুয়াল ভিউ ফিচার যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V40 SE 5G ফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জিঙের জন্য এই ফোনে 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি বক্তব্য অনুযায়ী এই ফোনটি 24 মিনিটে 50% পর্যন্ত চার্জ হবে এবং 16.6 ঘণ্টা ধরে YouTube Streaming করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here