লঞ্চ হল মোটো জি7 সিরিজ, মোটো জি7 এর সঙ্গে মোটো জি7 প্লে, মোটো জি7 পাওয়ার ও মোটো জি7 প্লাস পেশ করা হল টেক মঞ্চে

মোটোরোলা বেশ কিছু দিন আগে ঘোষণা করেছিল কোম্পানি 7 ফেব্রুয়ারি তাদের মোটো জি7 সিরিজ পেশ করবে। আজ কোম্পানি ব্রাজিলে একটি ইভেন্টের আয়োজন করে তাদের লেটেস্ট মোটো জি7 সিরিজ লঞ্চ করল। মোটোরোলার পক্ষ থেকে এই ইভেন্টে মোটো জি7, মোটো জি7 প্লে, মোটো জি7 প্লাস ও মোটো জি7 পাওয়ার স্মার্টফোন লঞ্চ করা হয়। মোটো জি7 প্লে ও মোটো জি7 পাওয়ারে রেগুলার নচ দেওয়া হয়েছে এবং মোটো জি7 প্লাস ও মোটো জি7 “ইউ” শেপের ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে।

মোটো জি7
এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2270 × 1080 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা 6.2 ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে মোটো জি7 এ 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। মোটো জি7 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে।

শাওমি রেডমি ও স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 কে টক্কর দিতে আসছে এলজি কে12+, লঞ্চ হবে 24 ফেব্রুয়ারি

ফোটোগ্ৰাফির জন্য মোটো জি7 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যার মধ্যে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি আইপি154 রেটেড যা একে জল ও ধূলো থেকে বাঁচায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে মোটো জি7 এ 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

মোটো জি7 প্লে
এটি মোটো জি7 সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন। কোম্পানি এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.7 ইঞ্চির 1520 × 720 পিক্সেল রেদলিউশনযুক্ত ডিসপ্লে দিয়েছে। মোটো জি7 প্লেতে 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। মোটো জি7 প্লে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে।

আজ লঞ্চ হচ্ছে মোটো জি7 সিরিজ, জানুন কিভাবে বাড়ি বসে লাইভ দেখবেন

ফোটোগ্ৰাফির জন্য মোটো জি7 প্লেতে 13 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচার ও রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

মোটো জি7 পাওয়ার
মোটো জি7 সিরিজের মধ্যে এই ফোনটির ব‍্যাটারী সবচেয়ে বড়। এর নামের সঙ্গে মিল রেখে মোটো জি7 পাওয়ারে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটির ব‍্যাটারী 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 1520 × 720 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা 6.2 ইঞ্চির ডিসপ্লে আছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মোটো জি7 পাওয়ার কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে।

লঞ্চের আগেই জেনে নিন 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত ভিভো ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন

কোম্পানি এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি দিয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য মোটো জি7 পাওয়ারের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

মোটো জি7 প্লাস
এই ফোনটি মোটো জি7 সিরিজের সবচেয়ে পাওয়ারফুল ও দামি স্মার্টফোন। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে 2270 × 1080 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা 6.24 ইঞ্চির টিয়ারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। মোটো জি7 প্লাস 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরির সঙ্গে পেশ করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে।

আবার কমল স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ9 এর দাম, জেনে নিন এখন কত দামে কিনবেন ফোনটি

ফোটোগ্ৰাফির জন্য মোটো জি7 প্লাসে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই সেট‌আপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। বেসিক কানেক্টিভিটি ফিচার ও রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে মোটো জি7 প্লাসে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে

দাম
মোটো জি7 প্লে = 999 ডলার (প্রায় 19,000 টাকা)
মোটো জি7 প্লাস = 1,899 ডলার (প্রায় 36,500 টাকা)
মোটো জি7 পাওয়ার = 1,399 ডলার (প্রায় 26,900 টাকা)
মোটো জি7 প্লে = 1,599 ডলার (প্রায় 30,700 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here