শাওমি রেডমি ও স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 কে টক্কর দিতে আসছে এলজি কে12+, লঞ্চ হবে 24 ফেব্রুয়ারি

আগামী 24 ফেব্রুয়ারি এলজি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করতে চলেছে। কোম্পানি তাদের টেকনিকের সঙ্গে নতুন স্মার্টফোন পেশ করবে। শোনা যাচ্ছে কোম্পানি এমডব্লিউসি এর মঞ্চে তাদের প্রথম 5জি স্মার্টফোন ও ভি40 থিঙ্ক লঞ্চ করবে। আজ এলজির একটি নতুন ফোনের খবর পাওয়া গেল। নতুন লিকের মাধ্যমে কে12প্লাসের খবর পাওয়া গেছে যা কোম্পানি 24 ফেব্রুয়ারি টেক মঞ্চে পেশ করবে।

আজ লঞ্চ হচ্ছে মোটো জি7 সিরিজ, জানুন কিভাবে বাড়ি বসে লাইভ দেখবেন

এলজি কে12প্লাস গত বছর লঞ্চ করা কোম্পানির কে11প্লাসের আপডেটেড ভার্সন। মিডিয়া রিপোর্টে এলজি কে12প্লাসের ডিজাইন ও লুকের সঙ্গে এয স্পেসিফিকেশনের‌ঝ উল্লেখ করা আছে। রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটি 18:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হবে। এতে 720 × 1440 পিক্সেল রেজলিউশনযুক্ত এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। রিপোর্টে স্ক্রিন সাইজের কথা বলা হয়নি।

রিপোর্ট অনুযায়ী এলজি কে12প্লাস কোম্পানির এন্ট্রি লেভেল ফোন হবে। কোম্পানি এই ফোনে 3 জিবি র‍্যাম দিতে পারে। আশা করা হচ্ছে 3 জিবি র‍্যামের সঙ্গে ফোনটি কয়েকটি আলাদা আলাদা স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হবে। জানা গেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হবে, যা মিডিয়াটেক এমটি6762 অর্থাৎ হেলিও পি22 চিপসেটে রান করবে।

লঞ্চের আগেই জেনে নিন 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত ভিভো ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন

এলজি কে12প্লাসের ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে কিছু বলা হয়নি, তবে আশা করা হচ্ছে এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এলজি কে12প্লাস লো বাজেট সেগমেন্টে শাওমি রেডমি ও কিছু দিন আগে লঞ্চ হ‌ওয়া স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 কে টেক্কা দেবে। এলজি কে12প্লাসের স্পেসিফিকেশন ও দাম জানায় জন্য 24 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here