যারা ভালো ব্রডব্যান্ড প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য টাটা প্লে ফাইবার (Tata Play Fiber) একটি সস্তা এবং বিশ্বস্ত অপশন। Tata Play Fiber ইউজারদের 1Gbps পর্যন্ত স্পীডে আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে থাকে। এই কোম্পানির প্ল্যানগুলি ল্যান্ডলাইন কানেকশন সহ Tata Play Fiber, ল্যান্ডলাইন কানেকশন ছাড়া Tata Play Fiber এবং OTT বান্ডিল সহ টাটা প্লে ফাইবার এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। জানিয়ে রাখি এই OTT প্যাকে 29+ স্ট্রিমিং অ্যাপের (যেমন AppleTV+, Disney+ Hotstar, প্রাইম ভিডিও) সুবিধা পাওয়া যায়। মুম্বাই, দিল্লী, গুরগাঁওয়ের মতো লোকেশনগুলিতে 40টিরও বেশি টাটা প্লে ফাইবার প্ল্যান রয়েছে। যেসব ইউজাররা টাটা প্লে ফাইবার প্ল্যান কানেকশন নিতে চাইছেন এবং এই রিচার্জ প্ল্যান সম্পর্কে যানতে চাইছেন, তাদের জন্য এই পোস্টে কোম্পানির প্ল্যানগুলি সম্পর্কে জানানো হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tata Play Fiber রিচার্জ প্ল্যানের দাম এবং অফার সম্পর্কে।
Tata Play Fiber এর OTT প্ল্যান
Tata Play Fiber এর অল-ইন-ওয়ান বা OTT রিচার্জ প্ল্যানে 29টির বেশি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সহ আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ল্যান্ডলাইন কলের সুবিধা দেওয়া হয়।
50Mbps Tata Play Fiber এর অল-ইন-ওয়ান প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
50Mbps | 3 মাস | ₹2850 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
50Mbps | 6 মাস | ₹5550 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
50Mbps | 12 মাস | ₹10800 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
100Mbps Tata Play Fiber এর অল-ইন-ওয়ান প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
100Mbps | 3 মাস | ₹3150 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
100Mbps | 6 মাস | ₹6000 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
100Mbps | 12 মাস | ₹11400 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
150Mbps Tata Play Fiber এর অল-ইন-ওয়ান প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
150Mbps | 3 মাস | ₹3450 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
150Mbps | 6 মাস | ₹6600 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
150Mbps | 12 মাস | ₹12600 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
200Mbps Tata Play Fiber এর অল-ইন-ওয়ান প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
200Mbps | 3 মাস | ₹3750 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
200Mbps | 6 মাস | ₹7050 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
200Mbps | 12 মাস | ₹13200 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
300Mbps Tata Play Fiber এর অল-ইন-ওয়ান প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | प्राइस | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
300Mbps | 3 মাস | ₹5250 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
300Mbps | 6 মাস | ₹9900 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
300Mbps | 12 মাস | ₹18600 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
500Mbps Tata Play Fiber এর অল-ইন-ওয়ান প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
500Mbps | 3 মাস | ₹7650 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
500Mbps | 6 মাস | ₹14400 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
500Mbps | 12 মাস | ₹27600 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
1Gbps Tata Play Fiber এর অল-ইন-ওয়ান প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
1Gbps | 3 মাস | ₹11850 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
1Gbps | 6 মাস | ₹21900 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
1Gbps | 12 মাস | ₹40200 | আনলিমিটেড | 29টিরও বেশি OTT সাবস্ক্রিপশন + আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
Tata Play Fiber এর ল্যান্ডলাইন প্ল্যান
যেসব ইউজারদের কাছে আগে থেকেই OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন রয়েছে এবং OTT প্ল্যানের প্রয়োজন নেই, তাদের জন্য Tata Play Fiber ল্যান্ডলাইন প্ল্যান ভালো অপশন। এই প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেট এবং ল্যান্ডলাইন কলের সুবিধা পাওয়া যাবে।
50Mbps Tata Play Fiber ল্যান্ডলাইন প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
50Mbps | 3 মাস | ₹2097 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
50Mbps | 6 মাস | ₹3450 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
50Mbps | 12 মাস | ₹6600 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
100Mbps Tata Play Fiber ল্যান্ডলাইন প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
100Mbps | 1 মাস | ₹850 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
100Mbps | 3 মাস | ₹2097 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
100Mbps | 6 মাস | ₹3450 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
100Mbps | 12 মাস | ₹6600 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
150Mbps Tata Play Fiber ল্যান্ডলাইন প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
150Mbps | 1 মাস | ₹950 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
150Mbps | 3 মাস | ₹2700 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
150Mbps | 6 মাস | ₹5100 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
150Mbps | 12 মাস | ₹9600 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
200Mbps Tata Play Fiber ল্যান্ডলাইন প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
200Mbps | 1 মাস | ₹1050 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
200Mbps | 3 মাস | ₹3000 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
200Mbps | 6 মাস | ₹5550 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
200Mbps | 12 মাস | ₹10200 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
300Mbps Tata Play Fiber ল্যান্ডলাইন প্ল্যান
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
300Mbps | 1 মাস | ₹1500 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
300Mbps | 3 মাস | ₹4500 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
300Mbps | 6 মাস | ₹8400 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
300Mbps | 12 মাস | ₹15600 | আনলিমিটেড | আনলিমিটেড ল্যান্ডলাইন কল |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
300Mbps Tata Play Fiber নন-ল্যান্ডলাইন প্ল্যান
যেসব ইউজাররা শুধুমাত্র ইন্টারনেট কানেকশন চাইছেন এবং OTT বা ল্যান্ডলাইন কলের প্রয়োজন নেই, তাদের জন্য Tata Play Fiber এর নন-ল্যান্ডলাইন প্ল্যান ভালো অপশন হবে। এই প্ল্যানে শুধুমাত্র 50Mbps স্পীড পাওয়া যাবে।
স্পীড | ভ্যালিডিটি | দাম | প্রতি মাসে ডেটা | সার্ভিস |
50Mbps | 3 মাস | ₹1797 | আনলিমিটেড | N/A |
নোট: এইসব প্ল্যানের দামে GST যোগ করা হয়নি অর্থাৎ এতে অতিরিক্ত 18% GST যোগ করতে হবে।
Tata Play Fiber এর বেনিফিট
Tata Play Fiber ব্রডব্যান্ডের সঙ্গে পাওয়া যাবে এই সব সুবিধা:
- আনলিমিটেড ইন্টারনেট: যেকোনো ধরনের Tata Play Fiber প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেটের বেনিফিট পাওয়া যায়। কোনরকম চিন্তা ছাড়াই আনলিমিটেড ডেটা উপভোগ করা যায়।
- ফ্রি ইন্সটলেশন: নতুন সাবস্ক্রাইবারদের যে কোনো Tata Play Fiber প্ল্যানের সঙ্গে বিশেষজ্ঞদের দ্বারা ফ্রি ইনস্টলেশন সার্ভিস দেওয়া হয়। এর জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হয় না।
- ফ্রি ডুয়েল ব্যান্ড ONT + Wi-Fi রাউটার: প্রতিটি প্ল্যানের সঙ্গেই একটি ডুয়েল ব্যান্ড ONT+Wi-Fi রাউটার ফ্রি দেওয়া হয়, এটি সাধারণ ডুয়েল ব্যান্ড রাউটারের তুলনায় বেশি কভারেজ এবং ভালো কানেক্টিভিটি পাওয়া যায়।
- প্ল্যান চেঞ্জের অপশন: Tata Play Fiber তাদের ইউজারদের প্ল্যান এবং ডেটা স্পীডের ক্ষেত্রে পরিবর্তন করার ফ্লেক্সিবিলিটি দেয়। ইউজাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বা স্পীডের পরিবর্তন করতে পারবেন।
Tata Play Fiber কানেকশন কিভাবে পাবেন?
স্টেপ-1: প্রথমে Tata Play Fiber এর ওয়েবসাইট ওপেন করে, Book Now অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-2: এবার একটি ফর্ম আসবে, এতে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, শহর এবং নিজেদের এলাকার ডিটেইলস রেজিস্টার করতে হবে। নিজেদের ঠিকানায় কানেশন পাওয়ার জন্য ঠিক করে নিজেদের তথ্য রেজিস্টার করতে হবে।
স্টেপ-3: স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড ফিল করতে হবে।
স্টেপ-4: এরপর Submit বাটন ক্লিক করতে হবে। ইউজারদের ডিটেইলস নির্দিষ্ট ডিপার্টমেন্টে চলে যাবে এবং Tata Play Fiber এর টিমের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।
এই বিষয়ে বিস্তারিত জানার জন্য Tata Play Fiber এর কাস্টমার কেয়ারে 1800-2676-771 নাম্বারে কল করে নিতে পারেন। ইউজারদের এলাকায় Tata Play Fiber কানেকশন পাওয়া যাবে কি না সেই বিষয়ে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন।
কিভাবে করা যাবে Tata Play Fiber রিচার্জ?
খুব সহজেই Tata Play Fiber কানেশনের জন্য রিচার্জ করতে পারবেন। ইউজাররা Tata Play অ্যাপ বা Tata Play Fiber ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করে নিতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tata Play Fiber অ্যাপের মাধ্যমে রিচার্জ করার পদ্ধতি সম্পর্কে ।
স্টেপ-1: Tata Play অ্যাপের রিচার্জ সেকশন বা ওয়েবসাইটে ভজিট করতে হবে।
স্টেপ-2: ইউজারদের কনজিউমার ID নাম্বারে লগ ইন বা Proceed অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-3: ইউজাররা তাদের বর্তমান প্ল্যানে ক্লিক বা আপগ্রেড করার জন্য নতুন প্ল্যান সিলেক্ট করুন।
স্টেপ-4: প্ল্যান সিলেক্ট করার পর Payment অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-5: ইউজাররা তাদের পছন্দ মতো পেমেন্ট অপশন বেছে নিয়ে পেমেন্ট করা যাবে।
এতটা সহজে ইউজাররা তাদের Tata Play Fiber প্ল্যানে রিচার্জ করতে পারবেন।
Tata Play Fiber ব্রডব্যান্ড সার্ভিস একটি সস্তা এবং বিশ্বস্ত অপশন। এটি মুম্বাই এবং বেঙ্গালুরু মতো মেট্রো শহরগুলিতে সবচেয়ে ভালো ব্রডব্যান্ডগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। যেসব ইউজাররা নতুন ব্রডব্যান্ড প্রোভাইডারের খোঁজ করছেন তাদের জন্য Tata Play Fiber একটি দারুণ অপশন।