11 জুন ভারতে লঞ্চ হবে Honor 20 সিরিজ, জেনে নিন বিশেষত্ব

Huawei এর সাব ব্র‍্যান্ড Honor আগামী 21 মে লন্ডনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টে Honor 20 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। এবার কোম্পানি ভারতে এই নতুন স্মার্টফোন সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানি মিডিয়া ইনভাইট পাঠিয়ে জানিয়ে দিয়েছে আগামী 11 জুন ভারতে Honor 20 লঞ্চ করা হবে।

ফিচার ফোন ইউজারদের জন্য Airtel নিয়ে এলো একটি বিশেষ উপহার, একটি প্ল‍্যানেই পাওয়া যাবে সব সুবিধা

এখনও পর্যন্ত পাওয়া কিছু রিপোর্টের তথ্য অনুযায়ী কোম্পানির 11 জুনের ইভেন্টে Honor 20, Honor 20 Pro ও Honor 20 Lite লঞ্চ করতে পারে। কোম্পানি মালয়েশিয়া ও ইউকেতে আগেই Honor 20 Lite লঞ্চ করে দিয়েছে। কিন্তু এবার Honor 20 সিরিজের স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে।

Honor 20 ও Honor 20 Pro এর স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Honor 20 ও Honor 20 Pro তে চারটি করে রেয়ার ক‍্যামেরা সেন্সর থাকবে। ডিভাইসের ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর থাকবে। এছাড়াও 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। এর সঙ্গে তৃতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের হবে।

Oppo কমালো F11 Pro এর দাম, জেনে নিন নতুন দাম

দুটি ফোনের চতুর্থ সেন্সরটি আলাদা হতে পারে। বিভিন্ন লিকে বলা হয়েছে Honor 20 তে 2 মেগাপিক্সেলের ডেপ্থ অ্যাসিস্ট থাকবে ও Honor 20 Pro তে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হবে। আবার Honor 20 তে 6.26 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে এবং Honor 20 Pro তে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে।

Honor 20 Lite স্পেসিফিকেশন
আগেই বলা হয়েছে Honor 20 Lite এর আগেই লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনে 6.21 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। এর সঙ্গে এই ফোনটি অক্টাকোর হাইসিলিকন কিরিন 710 প্রসেসরযুক্ত। এতে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

5,999 টাকা দামে 15 মে থেকে বিক্রি হবে 13 মেগাপিক্সেল ডুয়েল ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা Realme C2, প্রতিযোগিতার মুখে রেডমি

কোম্পানি এই ফোনটি আপাতত একটি ভেরিয়েন্টেই লঞ্চ করেছে। ফোটোগ্ৰাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Honor 20 Lite এর ব‍্যাক প‍্যানেলে 24 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে মাইক্রোইউএসবি 2.0, 4জি ভোএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ও জিপিএস আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,400 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ইএম‌ইউআই 9.0 কাজ করে।

এই খবরটি হিন্দিতে পড়তে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here