4 জিবি র‍্যাম ও 24এমপি সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল নচ ডিসপ্লেওয়ালা টেকনো ক‍্যামোন আই ক্লিক 2, দাম মাত্র 13,499 টাকা

91মোবাইলস গত মাসেই এক্সক্লুসিভ খবর দিয়েছিল যে টেক কোম্পানি টেকনো 3রা অক্টোবর ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে নতুন ফোন লঞ্চ করবে যা 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরাযুক্ত হবে। গতকাল কোম্পানি এই ফোনটি লঞ্চ করে দিয়েছে। টেকনো তাদের এই ফোনটি টেকনো ক‍্যামোন আই ক্লিক 2 নামে লঞ্চ করেছে যা 13,499 টাকা দামে অনলাইন প্ল‍্যাটহর্মের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

টেকনোর দাবি অনুযায়ী এই ফোনটি একটি বিশেষ ফোন যা এই দামে 24 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক‍্যামেরা ও নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। ক‍্যামোন আইক্লিক 2 এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত সুপার ফুল ভিউ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 1500 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা 3ডি ব‍্যাক কভারের সঙ্গে গ্লাস ফিনিশ যুক্ত।

ক‍্যামোন আই ক্লিক 2 ফোনটি আইওএস 4.1 সহ অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনে 4 জিবি র‍্যাম যোগ করেছে। এই ফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য ক‍্যামোন আই ক্লিক 2 ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা কোয়াড ফ্ল‍্যাশ লাইট যুক্ত। এই ফোনে ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। কোম্পানি সেলফি ক‍্যামেরাতেও ফ্ল‍্যাশ লাইট যোগ করেছে।

টেকনো ক‍্যামোন আই ক্লিক 2 ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং এই ফোনটি আনলক ফিচার‌ও সাপোর্ট করে। 4জি ভোএলটিই ও ডুয়েল সিমের সঙ্গে এই ফোনটি বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ক‍্যামোন আই ক্লিক 2 তে 3750 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। টেকনোর এই নতুন ফোন 13,499 টাকার বিনিময়ে অ্যাকোয়া ব্লু, মিডনাইট ব্ল‍্যাক ও এয়ারি ব্লু কালার ভেরিয়েন্টে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here