ভারতে এসেছে লো বাজেট মোবাইল Tecno POP 8 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং দাম

টেক ব্র্যান্ড টেকনো ভারতে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভারতে Tecno POP 8 ফোনটি লঞ্চ করেছে। এই ফোনে 8GB RAM (4GB+4GB) এর ক্ষমতা, 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারির মতো ডিসপ্লে রয়েছে। এই ফোন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy Z Flip 5 Retro লিমিটেড এডিশন স্মার্টফোন, জেনে নিন ফিচার

Tecno POP 8 এর স্পেসিফিকেশন

  • 6.6″ HD+ 90Hz Display
  • UNISOC Tiger T606
  • 8GB RAM (4GB+4GB)
  • Android 13 ‘Go’ OS
  • 13MP Rear + 8MP Front Camera
  • 10W 5,000mAh Battery

ডিসপ্লে: Tecno POP 8 ফোনে 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর। জানিয়ে রাখি এই চিপসেট বিশেষ করে লো বাজেট স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। গো এডিশন থাকার কারণে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায়, যা কম RAM ও হালকা প্রসেসর ষত্বেও স্মুথ রান করতে পারে। এছাড়া এই চিপসেট কম ইন্টারনেট এবং ব্যাটারি ব্যাবহার করে।

স্টোরেজ: এই ফোনে Extended RAM ফিচার রয়েছে। এই ফিচার ব্যাবহার করে ফোনটির 3GB RAM মডেলে অতিরিক্ত 3GB ভার্চুয়াল RAM এবং ফোনের 4GB RAM ভেরিয়েন্টে 4GB ভার্চুয়াল RAM যোগ করা যায়। এর ফলে ফোনটিতে মোট 6GB এবং 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno POP 8 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি চার্জ করার জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে।

Tecno POP 8 এর ফিচার

  • Tecno POP 8 ফোনে 1TB SD Card ব্যাবহার করা যায়।
  • সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • এই ফোনে 100% Recyclable Back Cover ব্যাবহার করা যায়।
  • Tecno POP 8 ফোনটি মাত্র 8.75mm চওড়া।
  • এই ফোনে Double dts Speakers যোগ করা হয়েছে।
  • এতে FM Radio এবং OTG ফিচারও রয়েছে।

Tecno POP 8 এর দাম

ওয়েবসাইটে Tecno POP 8 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি 3GB RAM + 64GB ROM, 4GB RAM + 64GB ROM এবং 4GB RAM + 128GB ROM মডেলে পেশ করা হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি তবে আশা করা হচ্ছে Tecno POP 8 ফোনের দাম মাত্র 6,999 টাকা থকী শুরু করা হচ্ছে। এই ফোনের দাম প্রকাশ করা হলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মার্কেটে ফোনটি Mystery White, Alpenglow Gold, Magic Skin এবং Gravity Black কালারে সেল করা হবে। আরও পড়ুন: Amazon Great Indian Festival Finale Days: বাজেট ফোন পাওয়া যাচ্ছে এখন আরও সস্তায়, জেনে নিন বিস্তারিত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here