টেকনো গত বছর স্বাধীনতা দিবসে ভারতে তাদের পোভা সিরিজের অধীনে Pova 5 এবং Pova 5 Pro লঞ্চ করেছিল। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ভারতে এই সিরিজের সাক্সেসার হিসাবে Tecno Pova 6 Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি MWC (Mobile World Congress 2024) এর মঞ্চে পেশ করা হবে।
Tecno POVA 6 Pro 5G এর লঞ্চ ডিটেইলস
টেকনো অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এই মাসে আয়োজিত MWC (Mobile World Congress 2024) এর মঞ্চে তাদের নতুন পোভা সিরিজ পেশ করবে। ব্র্যান্ড এই সিরিজের অধীনে Tecno POVA 6 Pro 5G লঞ্চ করবে। এই ফোনের জন্য কোম্পানি Dolby Laboratories এর সঙ্গে হাত মিলিয়েছে এবং এই ফোনে অ্যাডভান্স Dolby Atmos spatial sound ও ডলবি স্পিকার দেওয়া হবে। ফোনটির সঠিক লঞ্চ ডেট এখনও পর্যন্ত সামনে আসেনি।
Glad to announce our partnership with Dolby Laboratories! Are you ready for the breathtaking Dolby Atmos spatial sound experience? It'll be delivered first through our upcoming #POVA6Pro5G, which will be officially launched at #MWC24.
Stay tuned! ✨ #TECNO #TECNOxDOLBY pic.twitter.com/01Ow6W0EKj
— TECNO Mobile India (@TecnoMobileInd) January 29, 2024
Tecno POVA 5 Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই সিরিজের ভ্যানিলা মডেলের মতোই এই ফোনেও 120 হার্টস রিফ্রেশরেটজুত 6.78 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে।
- প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং হাই ওএস 13.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 এমসি2 জিপিইউ আছে।
- রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং এআই সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
- ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য Tecno POVA 5 Pro ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: এতে পাওয়ার ব্যাকআপের জন্য 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- অন্যান্য: এই ফোনে NFC এবং 3.5mm জ্যাক দেওয়া হয়েছে। এর সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে।
Tecno Pova 5 Pro এর দাম
ভারতের বাজারে Tecno Pova 5 Pro ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 128GB এবং টপ মডেলে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। Tecno Pova 5 Pro এর বেস মডেল 14,999 টাকা এবং বড় মডেল 15,999 টাকা দামে সেল করা হয়। এই ফোনটি Dark Illusion বং Fantasy Silver কালারে পেশ করা হয়েছে।