Exclusive : Thomson কোলকাতায় লঞ্চ করল একসঙ্গে তিনটি নতুন টিভি 

গতকাল অর্থাৎ 18 সেপ্টেম্বর বুধবার কোলকাতায় স্বনামধন্য আন্তর্জাতিক কোম্পানি Technicolor এর সাব ব্র‍্যান্ড Thomson তাদের তিনটি নতুন টেলিভিশন লঞ্চ করেছে। কোম্পানি এবিষয়ে ভারতের সুপার প্লাস্ট্রোনিক্স প্রাইভেট লিমিটেড (SPPL) এর সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে চলেছে। Thomson 90 এর দশকে ভারতে একটি অত্যন্ত জনপ্রিয় ব্র‍্যান্ড হিসেবে নিজেকে গড়ে তুলেছিল। কিন্তু এই শতকের প্রথম দিকে কোম্পানি ভারত থেকে তাদের ব‍্যবসা তুলে নেয়। কিন্তু গত বছর অর্থাৎ 2018 সাল থেকেই কোম্পানি যথেষ্ট সক্রিয়ভাবে আবার ভারতে তাদের আখের গুছিয়ে বসেছে।

Realme 5 Pro এখন রিটেইল স্টোরেও বিক্রি হবে, জেনে নিন ফোনটির অফলাইন দাম

SPPL এর পক্ষ থেকে কোম্পানির সিইও অভনিত সিং মার‌ওয়া Thomson TV India এর হয়ে বলেন যে কোম্পানি মনে করছে এই পুজোর মরশুমে তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 10,000 এর ওপর টিভির ইউনিট বেচতে পারবে। ইতিমধ্যে কোম্পানি মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টে নয়ডার সবচেয়ে বড়ো প্লান্টসহ জম্মু এবং হিমাচল মিলিয়ে মোট তিনটি প্লান্টে টিভি তৈরির কাজ করছে। এক‌ই সঙ্গে কোম্পানি পশ্চিমবঙ্গে 22টির‌ও বেশি সার্ভিস সেন্টার চালু করেছে এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।   

অভনিত সিং আরও জানিয়েছেন যে আগামী 29 সেপ্টেম্বর থেকে আয়োজিত ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেতে কোম্পানির পক্ষ অত্যন্ত আকর্ষণীয় ছাড়, এক্সচেঞ্জ অফার, ক‍্যাশব‍্যাক দেওয়া হবে। ইতিমধ্যে জানা গেছে যে আইসিআইসিআই ব‍্যাঙ্কের কার্ডে পাওয়া যাবে বিশেষ অফার। কোম্পানির পেশ করা নতুন তিনটি টিভি ছাড়া বাজেট সেগমেন্টে লঞ্চ করা কোম্পানির টেলিভিশন এতটাই সুলভ যে মাত্র 699 টাকা প্রতি মাসের দরে এই টিভি কেনা যাবে। চলুন চোখ রাখা যাক কোম্পানির নতুন টিভি তিনটিতে। 

লঞ্চ হলো বিশ্বের প্রথম ডুয়েল পপ-আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Vivo NEX 3, 12 জিবি র‍্যামের সঙ্গে ফোনটি রান করে স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটে

Thomson 43 inch Full HD Snart TV

কোম্পানির পেশ করা নতুন স্মার্ট টিভি সেগমেন্টের মধ্যে Thomson 43 inch Full HD Snart TV অন‍্যতম। এই টিভিতে ইন বিল্ট ওয়াইফাই এর সঙ্গে নেটফ্লিক্স ও ফেসবুকের মতো গুগল প্লে স্টোরে অবস্থিত প্রায় 5,000টির‌ও বেশি অ্যাপের অ্যাকসেস পাওয়া যাবে। 1 জিবি র‍্যাম ও 8 জিবি ইন্টারনাল মেমরিসহ এই টিভি অ্যান্ড্রয়েড 7.0 নোগাটে কাজ করে। এতে 178 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল ও 20 ওয়াটের দুটি স্পীকার থাকায় এই টিভি গেমিংয়ের জন‍্য‌ও অসাধারণ। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে তিনটি এইচডিএম‌আই, দুটি ইউএসবি পোর্ট, হেডফোন জ‍্যাকের সঙ্গে ওয়াইফাই সাপোর্ট করে। 

Thomson 65 inch AOSP TV

এই টিভির বেশিরভাগ ফিচার Thomson 43 inch Full HD Snart TV এর মতো হলেও কিছু দিক থেকে এটি যথেষ্ট এগিয়ে। এই টিভিতে 2 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এছাড়া এতেও অ্যান্ড্রয়েড 7.0, তিনটি এইচডিএম‌আই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট ও ওয়াইফাই কানেক্টিভিটির সঙ্গে গুগল প্লে স্টোরের অ্যাকসেস আছে। তবে যাদের বাড়িতে একাধিক স্মার্ট ডিভাইস রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় একটি স্মার্ট টিভি হতে চলেছে। 

Jio Fiber এর এফেক্ট, BSNL Bharat Fiber আবার পেশ করল 777 টাকার ব্রডব্যান্ড প্ল‍্যান

Thomson 50 inch Full HD Non-Smart TV

কোম্পানির এই তৃতীয় টিভিটি তাদের স্মার্ট টিভি সেগমেন্টেলঞ্চ করা হয়নি। বরং বলা যেতে পারে এটি একটি বাজেট সেগমেন্ট টেলিভিশন। তবে এতে নেটফ্লিক্স, 4কে ভিডিও কোয়ালিটি, ভিআর, 3ডি গেমিং, মাল্টিপ্লেয়ার মোডের সঙ্গে বড়ো মেমরি দেওয়া হয়েছে। তবে এতেও ওয়াইফাই সাপোর্ট করে। 

দাম

কোম্পানির পক্ষ থেকে Thomson 43 inch Full HD Snart TV, Thomson 65 inch AOSP TV এবং Thomson 50 inch Full HD Non-Smart TV টিভি তিনটি যথাক্রমে: 18,499 টাকা, 52,999 টাকা এবং 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। তিনটি টিভিই এখন ফ্লিপকার্টে সেল করা হচ্ছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here