29 ডিসেম্বর থেকে কি বন্ধ হয়ে যাবে কেবল কানেকশন? জেনে নিন পুরো ঘটনা

বেশ কিছু দিন ধরে টেলিভিশন, খবরের কাগজ ও হোয়াটস‌অ্যাপে ম‍্যাসেজ মারফত শোনা যাচ্ছে 29 ডিসেম্বর থেকে কেবল চ‍্যানেল বন্ধ হয়ে যাবে এবং নিজের টিভিতে পুণরায় কেবল কানেকশন চালু করতে বড় অঙ্কের দাম মেটাতে হবে। সাধারণ জনগণ এই ধরনের খবরে দুশ্চিন্তায় পড়ে গেছে। মানষজন গুজব শুনে শুনে বেশি কনফিউজড হয়ে থাকে। বলে রাখা ভালো এবিষয়ে ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী ডিটিএইচ ও কেবল নেটওয়ার্কের নিয়মে এক বড় পরিবর্তন করা হয়েছে যা 29 ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে, কিন্তু সবচেয়ে ভালো খবর হল এখন কেবল কানেকশন কাটবে না।

ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত অনার ভি20, এতে থাকবে 3ডি ক‍্যামেরা

ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দেশের কেবল ও ডিটিএইচ সার্ভিসে বড় পরিবর্তন ঘটিয়েছে। এতদিন লোকাল কেবল অপারেটর ও ডিটিএইচ কোম্পানিগুলি বিভিন্ন প‍্যাক দিত এবং মাসিক দাম ঠিক করা থাকতো কিন্তু এখন জনগণ নিজের পছন্দসই চ‍্যানেল বেছে নিতে পারবেন। এরপর মানুষজন শুধুমাত্র সেইসব চ‍্যানেলের জন‍্য‌ই দাম দেবেন যা তারা নিজের থেকে বাছবেন। এমন অনেক চ‍্যানেল থাকে যা কেবল অপারেটর দিলেও কখনও দেখা হয় না, এবার সেইসব চ‍্যানেল টিভি থেকে সরানো যাবে।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার কেবল অপারেটর 300 টাকা প্রতি মাসের দরে 400 টির কাছাকাছি চ‍্যানেল দেয়। আপনি ও আপনার পরিবার পছন্দ, বিনোদন ও প্রয়োজন অনুযায়ী দিনে 25-35 টি চ‍্যানেল দেখেন। এই চ‍্যানেলগুলির মধ্যে মায়ের সিরিয়াল, বাবার খবর, আপনার মুভি ছাড়াও কার্টুন, মিউজিক ও ইনফেকশন ও এন্টারটেইনমেন্ট চ‍্যানেল থাকে। অর্থাৎ 35টি চ‍্যানেল দেখলেও 400টি চ‍্যানেলের জন্য দাম দিতে হচ্ছে। কিন্তু ট্রাইয়ের নতুন নিয়মের পর আপনি যে 35টি চ‍্যানেল দেখেন শুধু তার জন্যই দাম দিতে হবে। মাসে 300 টাকাও দিতে হবে না আবার মাসে 400টি চ‍্যানেল‌ও দেখতে হবে না।

শাওমিকে টক্কর দিতে রিয়েলমি আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন

নতুন গাইডলাইনের পর প্রতিটি চ‍্যানেলের জন্য নির্দিষ্ট দাম ঠিক করা হয়েছে। যার দাম 50 পয়সা থেকে শুরু করে 19 টাকা পর্যন্ত রাখা হয়েছে। ট্রাইয়ের পক্ষ থেকে নতুন সেটটপ বক্স লাগানোর দাম ও নতুন কেবল কানেকশনের দাম‌ও ঠিক করে দেওয়া হয়েছে, এর জন্য সর্বোচ্চ 350 টাকা নেওয়া যাবে। নতুন কানেকশনের জন্য কোনো কেবল কোম্পানি ইউজারদের থেকে 350 টাকার বেশি চাইতে পারবে না। ট্রাইয়ের এই নতুন নিয়ম 29 ডিসেম্বর থেকে চালু হয়েছে। ইউজাররা নিজের পছন্দমতো চ‍্যানেল বাছতে পারেন। যতদিন না চ‍্যানেল বাছবেন ততদিন আগের প‍্যাক‌ই চলতে থাকবে।

ট্রাইয়ের নিয়ম অনুযায়ী কেবল ও ডিটিএইচের জন্য এখন মাসে 130 টাকা দাম দিতে হবে। এই 130 টাকায় ইউজারদের 100টি চ‍্যানেল দেওয়া হবে। এই 100টি চ‍্যানেলের মধ্যে 26টি চ‍্যানেল দূরদর্শনের হবে এবং বাকি 74টি চ‍্যানেল যে কোনো বেসরকারি কোম্পানির হতে পারে। এই 74টি চ‍্যানেল গ্ৰাহক নিজের ইচ্ছামত বেছে নিতে পারবেন। এই চ‍্যানেলগুলি ফ্রি-টু-এয়ার হবে।

ভিভো ভারতে লঞ্চ করবে ভি12 প্রো, ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে 5জি ফোন

74টি ফ্রি-টু-এয়ার চ‍্যানেল ছাড়াও ইউজার আরও চ‍্যানেল নিতে পারেন তবে তার জন্য দাম দিতে হবে। প্রাথমিক 100টি চ‍্যানেলের বাইরে অন্য চ‍্যানেলের দরকার হলে তার দাম 130 টাকার সঙ্গে জুড়ে যাবে। এই অতিরিক্ত চ‍্যানেলের দাম 50 পয়সা থেকে 19 টাকার মধ্যেই হবে।

নিজের পছন্দের চ‍্যানেলের দাম জানতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here