1 জুলাই থেকে গোটা দেশে জারি হবে SIM Card এর নতুন নিয়ম, জেনে নিন কেমন হবে এই বদল

টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া (TRAI) পক্ষ থেকে 15 মার্চ 2024-এ নতুন নিয়ম জারি করা হয়েছে। এই নতুন নিয়মটি আগামী 1 জুলাই 2024 থেকে গোটা দেশে চালু হয়ে যাবে। এই নতুন নিয়ম সম্পর্কে ট্রাই জানিয়েছে এরপর থেকে ফ্রডের ঘটনাগুলি আটকানো সম্ভব হবে। কিন্তু এই নতুন নিয়মটির জন্য কি সাধারণ মানুষদের সমস্যা হবে? চলুন জেনে নেওয়া যাক।

বদলে যাবে সিম কার্ডের নিয়ম

নতুন নিয়ম অনুযায়ী এরপর থেকে ইউজারদের সিম কার্ড সোয়াপ করার পর ফোন নাম্বার পোর্ট করা যাবে না। TRAI এর বক্তব্য অনুযায়ী সিম কার্ডের এই নতুন নিয়ম চালু হয়ে গেলে ক্রমশ বেড়ে চলা ফ্রডের ঘটনাগুলি সহজে আটকানো যাবে। তাই আপনি যদি আপনার সিম সোয়াপ করিয়ে থাকেন তবে আপনার খেয়াল রাখা দরকার।

নতুন নিয়ম অনুযায়ী যারা সম্প্রতি তাদের সিম কার্ড সোয়াপ করিয়েছেন তাঁরা তাদের মোবাইল নাম্বার পোর্ট করাতে পারবেন না। ইউজাররা 7 দিন পরে আবার এটি করাতে পারবেন। এর ফলে ইউজাররা তাদের ফোন নাম্বারটি 7 দিন পরে আবার অন্য কোনো কোম্পানিতে সুইচ করতে পারবেন।

জানিয়ে রাখি সাধারণত সিম কার্ড হারিয়ে গেলে বা সিম কার্ড ভেঙ্গে গেলে সিম কার্ড সোয়াপিং করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউজাররা টেলিকম অপারেটরকে তাদের পুরনো সিম দিয়ে নতুন সিম নিতে পারেন।

সিম সোয়াপিং কি?

জানিয়ে রাখি সিম পরিবর্তন করাকে সিম সোয়াপিং বলে। সিম হারিয়ে গেলে বা ভেঙ্গে গেলে সিম সোয়াপিং করা হয়ে থাকে। এমন হলে ইউজার তাঁর টেলিকম অপারেটরের কাছে পুরনো সিমের বদলে নতুন সিম দেওয়ার আবেদন করে। তবে নতুন নিয়ম চালু হলে আর এমন হবে না।

ট্রাই এর পক্ষ থেকে দেশের দূরসঞ্চার বিচাগ (DoT) এর কাছে একটি নতুন সার্ভিস চালু করার আর্জি জানিয়েছে। এর নতুন নিয়মে ইউজারদের মোবাইলে আসা সমস্ত কলের ক্ষেত্রে অপর পক্ষের ইউজারের নাম দেখানো হবে, সেই ইউজারদের নাম ফোনে সেভ থাকুক বা না থাকুক তাতে কোনো প্রভাব পড়বে না। এর মাধ্যমে ট্রাই দেশে ফ্রড জাতীয় বিভিন্ন অসামাজিক কাজকর্মের সংখ্যা কমানোর চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here