এবার ইলেকট্রিক কার কিনলে পাবেন 1 লাখ টাকা পর্যন্ত ছাড়! জেনে নিন ডিটেইল

বর্তমানে, ভারতে গ্রাহকরা ইলেকট্রিক যানবাহন বেশি পছন্দ করছেন। গ্রাহকদের ইলেকট্রিক গাড়ি, বাইক, সাইকেল এবং স্কুটার পছন্দ করার পেছনে অনেক কারণ রয়েছে, যার মধ্যে সরকারের তরফে পাওয়া ভর্তুকিও একটি। বর্তমানে যারা উত্তরপ্রদেশে ইলেকট্রিক গাড়ি কিনবেন তারা এই ভর্তুকির সুবিধা পাবেন। আসলে, UP তে ইলেকট্রিক ভেহিকেল পলিসি সবুজ সংকেত পেয়ে গেছে। তাই এবার থেকে উত্তরপ্রদেশে গ্রাহকরা ইলেকট্রিক গাড়ি কেনার জন্য বিশাল ভর্তুকি পাবেন। এই পোস্টে আমি আপনাদের জানাবো যে কোন ইলেকট্রনিক ভেহিকল কিনলে গ্রাহকরা কত টাকার ভর্তুকি পাবেন। আরও পড়ুন: সিঙ্গেল চার্জে 115 কিলোমিটার রেঞ্জ সহ লঞ্চ হল Decathlon এর ই-সাইকেল, জেনে নিন বিস্তারিত

ইউপিবাসীকে উপহার দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের নতুন Electric Vehicle Manufacturing and Mobility Policy-2022 অনুমোদিত হয়েছে। এর অধীনে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য রাজ্য সরকার একটি বিশাল ভর্তুকি ঘোষণা করেছেন।

1 লাখ টাকা পর্যন্ত কমে যাবে ইলেকট্রিক গাড়ির দাম

Uttar Pradesh Electric Vehicle Policy 2022-এর অধীনে, যারা ইলেকট্রিক ভেহিকল কিনবেন তারা ফ্যাক্টরি কস্টের উপর 15 শতাংশ ভর্তুকি পাবেন। অর্থাৎ এই নীতি কার্যকর হওয়ার পর প্রথম দুই লাখ ইলেকট্রিক টু হুইলারে 5 হাজার টাকা, তিন চাকার ইলেকট্রিক গাড়িতে 12,000 (সর্বোচ্চ) টাকা প্রথমে এবং তারপর 25,000 টাকা এবং চার চাকায় প্রতি ইউনিটে 1 লাখ টাকা ভর্তুকি দেওয়া হবে। আরও পড়ুন: Jio Prepaid Plans 2022 : এখানে দেখুন পুরো লিস্ট, জেনে নিন কোন রিচার্জে কতটা সুবিধা

এছাড়াও এই পলিসির আওতায় ইলেকট্রিক বাসেও ভর্তুকির ঘোষণা করা হয়েছে। রিপোর্ট অনুসারে, রাজ্যে কেনা প্রথম 400টি ইলেকট্রিক বাসে প্রতি বাসে 20 লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে। এছাড়াও পণ্য পরিবহন ও ডেলিভারির জন্য ব্যবহৃত পণ্যবাহী গাড়ির ফ্যাক্টরি খরচের ওপর এক লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে।

লাগবে না রোড ট্যাক্স

Electric Vehicle Manufacturing amd Mobility Policy এর অধীনে ইউপিতে ইলেকট্রিক যানবাহন কিনলে গ্রাহকরা রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি থেকে 100% ছাড় পাবেন। যার মানে আপনি যদি কোনও ধরণের ইলেকট্রিক ভেহিকল কেনেন, তাহলে আপনাকে এর জন্য রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে না। আরও পড়ুন: মাত্র 7,499 টাকায় Redmi A1+ লঞ্চ করে সস্তা স্মার্টফোন বাজারে বদল আনবে Xiaomi, জেনে নিন ফিচার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here