ইন্ডিয়ান সার্টিফিকেশন পাশ করল আপকামিং সস্তা স্মার্টফোন Redmi A5, শীঘ্রই হবে লঞ্চ

Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন সবার আগে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি Redmi A4 5G নামে এবং মাত্র 8,299 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার হিসাবে Redmi A5 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি ইন্ডিয়ান সার্টিফিকেশন BIS পাশ করেছে। এর ফলে বোঝা যাচ্ছে শীঘ্রই Redmi A5 ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে।

Redmi A5 ফোনের সার্টিফিকেশন ডিটেইলস

BIS সাইটে Redmi A5 ফোনটি 25028RN03I মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে এবং টেক আউটলুক ওয়েবসাইট প্রথম এটি স্পট করে। Redmi A4 ফোনটি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ করা হলেও, আপকামিং Redmi A5 ফোনটি শুধুমাত্র 4G সাপোর্ট করবে বলে জানা গেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম এবং Xiaomi HyperOS 2.0 সহ কাজ করবে।

Redmi A5 ফোনটি চারটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। এই ফোনটি 3GB RAM + 64GB Storage সহ বেস মডেলের পাশাপাশি 4GB+64GB, 4GB+128GB এবং 6GB RAM + 128GB Storage সহ টপ মডেল বাজারে সেল করা হবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে কানেক্টিভিটির জন্য ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 5 এবং ব্লুটুথের সঙ্গে NFC সাপোর্ট পাওয়া যাবে।

Redmi A4 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

  • 6.68″ 120Hz Screen
  • Qualcomm Snapdragon 4s Gen 2
  • 4GB RAM + 128GB Storage
  • 4GB Virtual RAM
  • 50MP Back Camera
  • 5MP Front Camera
  • 18W 5,160mAh Battery

দাম: Redmi A4 5G ফোনটির 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্ট 8,299 টাকা এবং 4GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 9,499 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Starry Black এবং Sparkle Purple কালার অপশনে সেল করা হয়।

ডিসপ্লে: Redmi A4 5G ফোনে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। Redmi A4 5G ফোনের এলইডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট, 240হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 600nits ব্রাইটনেস সহ blue light আই প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: Redmi A4 5G ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই ফোনটি প্রথমে ভারতেই লঞ্চ করা হয়েছে। এই চিপসেট 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm প্রসেসর, যা দুটি 2GHz Cortex-A78 কোর এবং ছয়টি 1.8GHz Cortex-A55 কোর রয়েছে।

স্টোরেজ: ভারতে Redmi A4 5G ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 4GB ভার্চুয়াল RAM এবং 4GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB RAM (4+4) পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি 64GB এবং 128GB স্টোরেজ অপশন এবং দুটি মডেলেই LPDDR4x RAM + UFS2.2 Storage ফিচার যোগ করা হয়েছে।

ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 2 বছর OS আপডেট দেওয়া হবে, অর্থাৎ এই ফোনে Android 16 অপারেটিং সিস্টেমও পাওয়া যাবে। এই ফোনে HyperOS কাস্টম স্কিন রয়েছে এবং এতে 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi A4 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Redmi A4 5G ফোনে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক দুটি ক্যামেরা সাহায্যে 1080P/30FPS অডিও রেকর্ডিং করা যায়।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই সস্তা Redmi A4 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,160এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তবে ইউজারদের খুশি করার জন্য কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সঙ্গে একটি 33W charger বক্স বিনামূল্যে দেওয়া হবে।

অন্যান্য ফিচার: Redmi A4 ফোনে 7 5G Bands সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.3 এবং Dual Band WIFI 5 দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে IP52 রেটিং এবং সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে 1টিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here