দীপাবলির আগে ভারতের বেশির ভাগ মানুষই প্রচুর জিনিসপত্র কেনাকাটি করে থাকে। মোবাইল বাজারের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা যায়, এই সময় চলাকালীন অফার এবং ডিসকাউন্টের জন্য হাজারা হাজার মানুষ স্মার্টফোন কেনেন। তবে এই বছর দীপাবলির পরেও ভারতীয় টেক মার্কেটে উৎসব চলতে থাকবে। কারণ বেশ কিছু বিখ্যাত কোম্পানি নভেম্বর মাসে তাদের নতুন ফ্ল্যাগশিপ এবং হাই এন্ড স্পেসিফিকেশন সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নভেম্বর মাসে আসন্ন ফোনগুলির (Upcoming Phone in November) ডিটেইলস সম্পর্কে।
নভেম্বর মাসে আসন্ন ফোনের লিস্ট
Redmi 14C 5G
নভেম্বর মাসে Redmi 14C 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর সহ 8GB RAM দেওয়া হবে। লিক অনুযায়ী Redmi 14C 5G ফোনটি 6.88 ইঞ্চির এইচডি + 120হার্টস ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,060এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
POCO C75 5G
রেডমি সঙ্গে POCO ফোনও এই নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে। এই দুটি কোম্পানি তাদের ফোনের মধ্যে সামান্য পরিবর্তন করে, প্রায় একইরকম ফোন লঞ্চ করে। POCO C75 5G স্মার্টফোনটিতে Mediatek Helio G85 চিপসেট এবং 8GB RAM সহ পেশ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,100এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
Realme GT 7 Pro
Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ Realme GT 7 Pro ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি বাজারে পেশ হওয়ার পর পারফরমেন্সের জন্য প্রতিযোগিতা সম্মখিন হবে, এর ফলে ফ্ল্যাগশিপ Android Phones একটি নতুন জাগায় পৌছে যাবে। Realme GT 7 Pro ফোনটিতে 16GB RAM দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500mAh ব্যাটারি, 120W চার্জিং, 8T LTPO OLED ডিসপ্লে এবং AI ফিচার যোগ করা হবে।
iQOO 13
নভেম্বর মাসে iQOO 13 স্মার্টফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী ফোনটিতে 16GB RAM এবং 512GB স্টোরেজ দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 120W চার্জিং সাপোর্টেড 6,150mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। iQOO 13 ফোনটিতে AI ফিচার সহ ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এছাড়াও ফোনটিতে ওএলইডি প্যানেল যোগ করা হতে পারে।
OPPO Find X8
OPPO Find X8 স্মার্টফোনটি চীনে মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এবার ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। আগামী নভেম্বর মাসে ভারতীয় বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে। OPPO Find X8 স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9400 প্রসেসর এবং 16GB RAM সহ পেশ করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 32MP Sony MX615 সেলফি ক্যামেরা এবং 50MP + 50MP + 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6.59 ইঞ্চির 120Hz OLED স্ক্রিন সাপোর্ট এবং পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ওয়্যার এবং 50W ওয়্যারলেস ফিচার সাপোর্টেড 5,630mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
OPPO Find X8 Pro
OPPO তাদের OPPO Find X8 সিরিজের অধীনে Pro মডেল ভারতে লঞ্চ করতে পারে। এই সিরিজের ভ্যানিলা মডেলের মতোই এই ফোনটিতেও ডায়মেনসিটি 9400 প্রসেসর সহ 16GB RAM দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 32MP সেলফি ক্যামেরা এবং 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। OPPO Find X8 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির BOE মাইক্রো কোয়ার্ড কার্ভ ডিসপ্লে সাপোর্ট থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ওয়্যার এবং 50W ওয়্যারলেস ও 10W রিভার্স ওয়্যারলেস ফিচার সাপোর্টেড 5,910mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
Vivo X200
নভেম্বর মাসের শেষের দিকে Vivo X200 স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 32MP সেলফি ক্যামেরা এবং 50MP + 50MP + 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। Vivo X200 ফোনটিতে 6.67 ইঞ্চির 8টি এমোলেড ডিসপ্লে সাপোর্ট থাকতে পারে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
Vivo X200 Pro
Vivo X200 Pro স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে ইতিমধ্যেই টেক মার্কেটে প্রশংসার ঝর উঠেছে। এই ফোনটি আগামী নভেম্বর মাস্যা ভারতে লঞ্চ করা হবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200MP Samsung HP9 Zeiss + 50MP Sony LYT-818 + 50MP Ultra-wide রেয়ার ক্যামেরা দেওয়া হবে। একইভাবে ফ্রন্টে 32MP Front camera থাকবে। ফোনটিতে 6.78 ইঞ্চির 8T LTPO AMOLED স্ক্রিন দেওয়া হবে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 9400 অক্টাকোর প্রসেসর এবং পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W ওয়্যার + 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হবে।
নোট: উপরোক্ত ফোনগুলি মধ্যে বেশ কিছু ফোনের অফিসিয়ালি ভারতীয় লঞ্চ কনফার্ম হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিছু ফোনের লঞ্চ ডেট ঘোষণা বাকি রয়েছে। এই সমস্ত ফোনগুলির লঞ্চ ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি, তাই আমরা এই পোস্টে লঞ্চ ডেট উল্লেখ করিনি।