এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, আসতে চলেছে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন

এই মাসে ভারতে স্মার্টফোন বাজার নতুনভাবে সেজে উঠতে চলেছে। লঞ্চ হবে একাধিক নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই সপ্তাহে অর্থাৎ 10 নভেম্বর থেকে 17 নভেম্বরের মধ্যে ভারতে আসছে বহু প্রতীক্ষিত OnePlus 15। এই ফোনটি ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এছাড়াও ভিভো তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে নতুন 200MP ক্যামেরা সহ স্মার্টফোন পেশ করতে চলেছে। এই সপ্তাহে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus 15

লঞ্চ ডেট – 13 নভেম্বর

আগামী 13 নভেম্বর ভারতের বাজারে দেশের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে OnePlus 15 ফোনটি লঞ্চ হতে চলেছে। এই ফোনে 120W SuperVOOC ওয়্যার্ড এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7,300mAh Battery দেওয়া হয়েছে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP Sony LYT700 + 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স + 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 165Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং পাওয়া যাবে।

Vivo Y500 Pro

লঞ্চ ডেট – 10 নভেম্বর (চীন)

এই সপ্তাহে চীনে Vivo Y500 Pro ফোনটি লঞ্চ হতে চলেছে। এই মিড রেঞ্জ ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। 200MP ক্যামেরা সহ এই ফোনে Samsung HP5 সেন্সর ব্যাবহার করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকবে। এই ফোনে anti-glare সাটিন ফিনিশ গ্লাস ব্যাক দেওয়া হবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68/69 রেটিং যোগ করা হবে।

Nothing Phone (3a) Lite

লঞ্চ ডেট – জানা যায়নি

ইংল্যান্ডে Nothing Phone (3a) Lite ফোনটি লঞ্চ হয়ে গেছে এবং এবার এই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে। এই সপ্তাহেই কোম্পানির পক্ষ থেকে তাদের ভারতীয় ফ্যানদের জন্য এই ট্রান্সপারেন্ট ডিজাইনের ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনে Essential Key এবং Glyph লাইট দেওয়া হয়েছে। Nothing OS 3.5 সহ এই ফোনটিতে Dimensity 7300 Pro অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 6.77-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের দাম 18 হাজার টাকার কাছাকাছি রাখা হবে বলে আশা করা হচ্ছে।

Realme C85

লঞ্চ ডেট – জানা যায়নি

নভেম্বর মাসেই ভারতে Realme C85 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে এই সপ্তাহেই ভারতের বাজারে ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সস্তা 5G ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 50MP Sony IMX852 রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Realme C85 5G ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here