অর্ডার করা হয় Drone, বাক্সে ভরে বাড়ি এল 1 কিলো আলু

প্রায়ই Online Sale উপলক্ষে ফ্লিপকার্ট-আমাজনের মতো শপিং সাইটগুলিতে কোনো আইটেম অর্ডার করা হলেও হাতে এসে পৌঁছয় অন্য কোনো জিনিস। এই তো কদিন আগে ফ্লিপকার্ট থেকে এক ব্যাক্তি ল্যাপটপ অর্ডার করেন অথচ ডেলিভারি করা হয় একটি ডিটারজেন্ট সাবান। এবার এই ধরনের একটি ঘটনা ঘটেছে দ্রুত জনপ্রিয় হয়ে চলা শপিং সাইট Meesho এর সঙ্গে। বিহারের এক ব্যাক্তি জানিয়েছেন তিনি Meesho থেকে Drone অর্ডার করেন, কিন্তু তিনি হাতে পান এক কিলো আলু। তিনি এই সম্পূর্ণ ঘটনাটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপলোড করে দিয়েছেন। এর ফলে এখন গ্রাহকরা Meesho এর বিরুদ্ধে কিছুটা যেন বিমুখই হয়ে উঠেছেন।

অর্ডার করা হয় Drone, পাওয়া যায় আলু

বিহারের নালন্দা জেলার পরওয়ালপুর এলাকার চেতন কুমার নামক এক ব্যাবসায়ী Meesho থেকে নিজের জন্য একটি Drone অর্ডার করেছিলেন। কিন্তু প্যাকেজ হাতে পাওয়ার পর সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে তিনি তাঁর প্যাকেজ খোলার ভিডিও রেকর্ড করা শুরু করেন।

প্যাকেজ আনবক্স করলে তা থেকে Drone এর বদলে বেরিয়ে আসে আলু। ভিডিওতে দেখা যায় ডেলিভারি এক্সিকিউটিভকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং স্থানীয় লোকজন তাকে চারদিকে ঘিরে রয়েছে। তিনি স্বিকারও করে নিয়েছেন এই জোচ্চুরির পেছনে Meesho এর হাত আছে। এখনও পর্যন্ত পুলিশের কাছে এই ঘটনার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Flipkart থেকে ল্যাপটপের বদলে আসে সাবান

Flipkart এর আয়োজিত Flipkart Big Billion Sale উপলক্ষে IIM-আহমেদাবাদের ছাত্র যশস্বী শর্মা আকর্ষণীয় অফার দেখে তাঁর বাবার জন্য 50 হাজার টাকা দামের একটি ল্যাপটপ অর্ডার করেন। কিন্তু ডেলিভারির পর দেখা যায় বাক্সে ল্যাপটপের বদলে রয়েছে ঘড়ি ডিটারজেন্ট সাবান। দেখে যশস্বী তো থ। তবে কোম্পানির পক্ষ থেকে এই ঘটনার সমাধান করার আস্বাস দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here