সামনে এল Vivo এর নতুন 5G ফোন, এটাই কি তবে Vivo V21 Pro 5G?

গত মাসে ভারতে Vivo V21 পেশ করা হয়েছিল। এই ফোনটি যথেষ্ট ভালো এবং সেই পরিমাণে জনপ্রিয়তাও লাভ করেছে। তবুও ফোনটি লঞ্চের পর থেকেই সমালোচনা শুরু হয় প্রো ভার্সন কবে আসবে, কারণ এর আগে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কোম্পানি তাদের ‘ভি’ সিরিজে প্রো মডেল পেশ করেছে। কিন্তু এবার এমনটা হয়নি। তবে কয়েক দিন আগে গীকবেঞ্চে একটি নতুন স্মার্টফোন লিস্টেড হতে দেখা গেছে যা মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেটে রান করবে। মনে করা হচ্ছে এই ফোনটিই Vivo V21 Pro 5G হবে। এমন মনে করা হচ্ছে কারণ এবার কোম্পানির ভিভো ভি21 মডেলটি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করে।

গীকবেঞ্চে এই আপকামিং ভিভো স্মার্টফোন V2123A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিঙে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু বলা হয়নি, তবে এতে ফোনটির প্রসেসর ও র‍্যামের ডিটেইলস রয়েছে। গীকবেঞ্চে ফোনটি সিঙ্গেল কোরে 3,467 ও মাল্টি কোরে 8,852 পয়েন্ট পেয়েছে এবং স্কোর দেখে বোঝাই যাচ্ছে ফোনটির পারফরম্যান্স ভালো হবে। লিস্টেড ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ কাজ করবে এবং এতে 8 জিবি র‍্যাম দেওয়া হবে। এখনও পর্যন্ত স্ক্রিন, ক‍্যামেরা ও ব‍্যাটারি সম্পর্কে কিছু জানা যায়নি।

মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেট একটি 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশন টেকনোলজিতে তৈরি একটি চিপসেট এবং এতে কর্টেক্স-এ78 আর্কিটেকচার ব‍্যবহার করা হয়েছে। এতে 2.4 গিগাহার্টস ডুয়েল কোর ও 2 গিগাহার্টস হেক্সা কোর প্রসেসর রয়েছে। এর আগে কোম্পানি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেট লঞ্চ করেছিল যা মিড রেঞ্জ সেগমেন্টে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

Vivo V21 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo V21 5G তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.44 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে ওয়াটারড্রপ নচের সঙ্গে ফুল FHD+ ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। কোম্পানির নতুন টেকনোলজির দৌলতে এই ফোনে 3 জিবি অতিরিক্ত র‍্যাম ব‍্যবহার করা যাবে। এর পাশাপাশি এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌‌এএইচের ব‍্যাটারি যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Vivo V21 5G তে OIS সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে 44 মেগাপিক্সেলের OIS সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here