32 মেগাপিক্সেলের সেলফি এবং চারটি রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো 8 জিবি র‍্যাম‌ওয়ালা Huawei Nova 5T

টেক কোম্পানি Huawei ঘোষণা করেছিল আন্তর্জাতিক মঞ্চে তাদের “Nova” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন ডিভাইস Huawei Nova 5T লঞ্চ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি পেশ করে দেওয়া হয়েছে। আপাতত Huawei Nova 5T মালয়েশিয়াতে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন‍্যান‍্য বাজারে সেলের জন্য পেশ করা হবে। মালয়েশিয়াতে Huawei Nova 5T ফোনটি 1,599 রিংগিট দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় মূল্য প্রায় 27,000 টাকা।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 3 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy A10s, দাম মাত্র 9,499 টাকা থেকে শুরু

লুক ও ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Huawei Nova 5T বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের ডিসপ্লের ওপরের বাঁদিক ঘেঁষে ছোট একটি ছিদ্র আছে এবং এই ছিদ্রের মধ্যেই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা অবস্থিত। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এর ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট আছে। এই সেট‌আপের ডানদিকে চতুর্থ সেন্সর অবস্থিত। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই এবং একটু নিচের দিকে “Nova” এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন
Huawei Nova 5T ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাই ওএসের সঙ্গে ইএম‌ইউআই 10 ইউআইসহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে হুয়াইয়ের হাইসিলিকন কিরীন 980 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে।

লঞ্চের আগেই সলমন খানের হাতে দেখা গেল Vivo V17 Pro, দেখুন ফোনটির লুক

Huawei Nova 5T তে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায় না। ফোটোগ্ৰাফির জন্য Huawei Nova 5T তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই সেট‌আপে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Huawei Nova 5T তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 4জি এলটিই এবং ডুয়েল সিমের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 22.5 ওয়াট হুয়াই সুপার চার্জ টেকনিকযুক্ত 3,750 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। মালয়েশিয়াতে এই ফোনটি ব্ল‍্যাক, ব্লু এবং পার্পল কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here