লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo S30 Pro Mini ফোনের আনবক্সিং ভিডিও, জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

এই মাসের শেষের দিকে চীনে Vivo S30 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে Vivo S30 Pro Mini এবং Vivo S30 ফোনদুটি রয়েছে। এই প্রথম S সিরিজের অধীনে Mini ভার্সন পেশ করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকবে। লঞ্চের আগেই ব্র্যান্ডের পক্ষ থেকে চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo তে Vivo S30 Pro Mini ফোনের আনবক্সিং ভিডিও শেয়ার করা হয়েছে।

Vivo S30 Pro Mini এর আনবক্সিং

  • Weibo এর মাধ্যমে শেয়ার করা আপকামিং Vivo S30 Pro Mini ফোনের আনবক্সিং ভিডিওর মাধ্যমে বক্সের কন্টেন্টের পাশাপাশি ফোনের ফ্রন্ট ডিজাইনও দেখা গেছে।
  • ভিডিওর মাধ্যমে বক্সের কালার ফোনের কালারের মতো দেখাচ্ছে, অর্থাৎ ফোনটি পিঙ্ক এবং ইয়েলো কালারে লঞ্চ করা হবে।

  • আনবক্সিং ভিডিওতে বক্সের কন্টেন্ট দেখানো হয়েছে, এতে কালার ম্যাচ কেস, চার্জিং অ্যাডাপ্টার, USB কেবল, SIM ইজেক্টর টুল এবং ফোন রয়েছে।
  • ফোনটিতে সেলফি ক্যামেরার জন্য সেন্টার পজিশনে পাঞ্চ-হোল কাটআউট এবং একইসঙ্গে কর্নার ফ্ল্যাট দেওয়া হয়েছে। ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে।
  • এই শট ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। ফোনটিতে 6.31 ইঞ্চির ডিসপ্লে, 6,500mAh ব্যাটারি এবং 1.32mm পাতলা বেজাল রয়েছে।

এইসব তথ্য ছাড়া এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। কোম্পানি Vivo S30 Pro Mini ফোনটি ছাড়াও Vivo S30 ফোনটিও লঞ্চ করবে বলে কনফার্ম জানিয়েছে। ফোনটিতে 6.67 ইঞ্চির ডিসপ্লে এবং 6,500mAh ব্যাটারি রয়েছে।

সাধারণত Vivo এর S সিরিজের স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে V-সিরিজের নামে পেশ করা হয়। এইবার কোম্পানির পরিকল্পনার পরিবর্তন করতে পারে। Vivo S30 Pro Mini ফোনটি বেশি কিছু বাজারের পাশাপাশি ভারতে Vivo X200 FE নামে রিব্র্যান্ড করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে Pro Mini মডেলটিতে MediaTek Dimensity 9400e প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP ফ্রন্ট সেলফি ক্যামেরা এবং 90W ফাস্ট ওয়ার্ড চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

Vivo X200 FE ফোনের মতো একই ডিসপ্লে Vivo X200 Pro Mini ফোনটিতেও দেওয়া হতে পারে। এই ফোনটি চীনে CNY 4,699 (অর্থাৎ প্রায় 55,800 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here