সম্প্রতি Vivo চীনে তাদের S30 Pro Mini স্মার্টফোনটির লঞ্চ কনফার্ম করেছিল। ব্র্যান্ড S30 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে কাজ করছে বলে জানানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত এই সিরিজের অধীনে S30 Pro ফোনটি লঞ্চ করা হবে কি না এই বিষয়ে জানা যায়নি। অন্যদিকে এর আগে Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Vivo S30 এবং S30 Pro Mini ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S30 এবং S30 Pro Mini ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo S30, S30 Pro Mini এর স্পেসিফিকেশন (লিক)
- টিপস্টারের বক্তব্য অনুযায়ী Vivo S30 ফোনটিতে 6.67 ইঞ্চির ডিসপ্লে থাকবে। অন্যদিকে S30 Pro Mini ফোনটিতে 6.31 ইঞ্চির ছোট স্ক্রিন দেওয়া হবে, এটি Vivo X200 Pro Mini ফোনের মতো হবে।
- ফোন দুটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED প্যানেল দেওয়া হবে।
- এছাড়া এই ফোনটিতে মেটাল মিডিল ফ্রেম থাকবে।
- Vivo S30 ফোনটিতে Snapdragon 7 Gen 4 SoC চিপসেট দেওয়া হতে পারে, এটি SM7750 মডেল নাম্বার সহ এই মাসেই লঞ্চ লঞ্চ করা হতে পারে।
- এই প্রসেসর TSMC এর 4nm ফেব্রিকেশনে তৈরি এবং 1+3+4 কোর কনফ্রিগ্রেশন থাকবে।
- অন্যদিকে S30 Pro Mini ফোনটিতে আপকামিং Dimensity 9400e চিপসেট দেওয়া হবে।
- টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি থাকবে।
- DCS এর বক্তব্য অনুযায়ী Vivo S30 সিরিজের ফোন দুটিতে IMX882 পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হবে।
- এই প্রথম Vivo S-সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে পেরিস্কোপ লেন্স দেওয়া হবে।
পরবর্তী সময়ে Vivo তাদের S30 সিরিজ সম্পর্কে আরও তথ্য জানাবে বলে আশা করা হচ্ছে। ব্র্যান্ড সাধারণত প্রতি ছয় মাস অন্তর তাদের নতুন S-সিরিজের স্মার্টফোন লঞ্চ করে। গত বছর নভেম্বর মাসে Vivo S20 সিরিজ লঞ্চ করেছিল। তাই শীঘ্রই এই সিরিজের সাক্সেসার পেশ করা হতে পারে। Vivo S30 Pro Mini ফোনটি গ্লোবাল বাজারে Vivo X200 FE নামে রিব্র্যান্ড করা হতে পারে বলে গুজব শোনা যাচ্ছে।