দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম

ভারতীয় স্মার্টফোন মার্কেটে টেক কোম্পানি Vivo তাদের ফোন সম্পর্কে যথেষ্ট অ্যাগ্ৰেসিভ হয়ে উঠেছে। কোম্পানি বিগত কিছু দিনে একের পর এক ফোন লঞ্চ করেছে। আবার অন‍্যদিকে কিছু ফোনের দাম‌ও কমিয়ে দিয়েছে। আরও একবার কোম্পানি তাদের দুটি অত‍্যন্ত জনপ্রিয় ফোনের দাম কমিয়ে দিয়েছে। Vivo তাদের V15 Pro এবং S1 এর দুটি ভেরিয়েন্টের দাম কমিয়েছে। Vivo V15 Pro এর 6 জিবি র‍্যাম মডেলের দাম 2,000 টাকা কমানো হয়েছে। অন‍্যদিকে Vivo S1 এর দাম 1,000 টাকা প্রাইস কাট হয়েছে। 

আরও পড়ুন : সস্তা হল OPPO A9 2020 এবং OPPO Reno 2Z, 2,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে এই ফোনদুটি

Vivo V15 Pro ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট আগে 21,990 টাকা দামে বেচা হত। এখন 2,000 টাকা প্রাইস কাটের পর ফোনটির দাম 19,990 টাকা হয়ে গেছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি Vivo V15 Pro ফোনটি গত মার্চ মাসে ভারতীয় বাজারে লঞ্চ করা হয় এবং তখন ফোনটির দাম ছিল 28,990 টাকা। কিন্তু গত নয় মাসে ফোনটির দাম প্রায় 9,000 টাকা কমে গেছে। অন‍্যদিকে কোম্পানি গত আগস্ট মাসে ভারতে Vivo S1 ফোনটি লঞ্চ করে এবং এই ফোনটির দাম এই প্রথম কমানো হল। প্রাইস কাটের পর ফোনটির দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 15,990 টাকা এবং 17,990 টাকা হয়ে গেছে।

Vivo V15 Pro এর স্পেসিফিকেশন

Vivo V15 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.39 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন রেজলিউশন 1080 × 2316 পিক্সেল এবং এতে সুপার এমোলেড ডিসপ্লে প‍্যানেল ব‍্যবহার করা হয়েছে।  এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএসসহ পেশ করা হয়েছে।

আরও পড়ুন : Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে

Vivo V15 Pro ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। এই ফোনটির দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে। আপাতত শুধুমাত্র ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে প্রাইস কাট করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo V15 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের পপ-আপ ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের ফোন আনলক না করেই কিভাবে তাঁর বাড়ির লোককে খবর দেবেন?

Vivo S1 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo S1 ফোনটি বিশেষভাবে অফলাইন মার্কেটের জন্য পেশ করেছিল। এই ফোনে ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা আছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo S1 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here