কত টাকা দামে লঞ্চ হবে Vivo V27 Pro? সামনে এল নতুন তথ্য

Highlights

  • ভারতে লঞ্চ হতে পারে Vivo V27, V27 Pro এবং V27e স্মার্টফোন।
  • লিকের মাধ্যমে সামনে এল Vivo V27 Pro এর সাম।
  • ফোনটির দাম 40 হাজার টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে।

শীঘ্রই ভারতে Vivo V27 Series লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের আপকামিং ফোনগুলির নাম ঘোষণা করা হয়নি, তবে মনে করা হচ্ছে এই সিরিজে Vivo V27, Vivo V27 Pro এবং Vivo V27e স্মার্টফোন পেশ করা হবে। বিভিন্ন লিকের মাধ্যমে ইতিমধ্যে এই ফোনগুলির কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। গতকাল এই সিরিজের সবচেয়ে বড় মডেল Vivo V27 Pro ফোনটির ভারতীয় দাম প্রকাশ্যে এসেছে। আরও পড়ুন: OPPO Reno 9 নয়, ভারতে সরাসরি লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ!

ফোন লঞ্চের আগেই Vivo V27 Pro এর দাম প্রকাশ্যে এসে গেছে। টেক ওয়েবসাইট প্রাইসবাবা তাদের রিপোর্টে জানিয়েছে এই ফোনটি 8GB RAM এর সঙ্গে পেশ করা হবে এবং এর সঙ্গে এতে 128GB ও 256GB স্টোরেজ দেওয়া হবে। ইন্ডাস্ট্রি সোর্সের থেকে পাওয়া খবর অনুযায়ী রিপোর্টে বলা হয়েছে ভারতে Vivo V27 Pro ফোনটি 40 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। তবে এটি ফোনটির প্রাথমিক দাম হতে পারে।

Vivo V27 সিরিজের স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Vivo V27 ফোনটি ভারতে প্রথম MediaTek Dimensity 7200 চিপসেটের সঙ্গে লঞ্চ হওয়া স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে পেশ করা হতে পারে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হবে এবং ফোনটির বড় ভেরিয়েন্টে 12GB RAM এর সঙ্গে 256GB মেমরির সঙ্গে পেশ করা হবে। বাজারে ফোনটি black এবং color changing blue কালারে সেল করা হবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল দুটি ধামাকাদার ইলেকট্রিক স্কুটার, সমস্যায় পড়বে OLA-TVS

সিরিজের Vivo V27 Pro ফোনটিও মিডিয়াটেক চিপসেটে রান করতে পারে। এই ফোনে কার্ভড ডিসপ্লে দেওয়া হবে এবং এতে Sony IMX ক্যামেরা সেন্সর থাকবে। এই ফোনটি MediaTek Dimensity 8200 চিপসেটে রান করবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মার্কেটে Vivo V27 ফোনটি 35,000 টাকা দামে এবং Vivo V27 Pro ফোনটির দাম 40,000 টাকা রেঞ্জে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here