প্রকাশ্যে এল Vivo V29 সিরিজের স্পেসিফিকেশন, লঞ্চের আগেই দেখে নিন সম্পূর্ণ ডিটেইলস

Highlights

  • 4 অক্টোবর লঞ্চ হতে পারে V29 সিরিজ।
  • এই সিরিজে V29 এবং V29 Pro স্মার্টফোন পেশ করা হবে।
  • এতে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হবে।

চাইনিজ টেক কোম্পানি ভিভো শীঘ্রই ভারতে তাদের প্রিমিয়াম V29 সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজে Vivo V29 এবং Vivo V29 Pro ফোন পেশ করা হবে। আগামী 4 অক্টোবর এই ফোনগুলি লঞ্চ করা হতে পারে। লঞ্চের আগেই এই ফোনদুটির স্পেসিফিকেশন লিকের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

Vivo V29 সিরিজের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Vivo V29 সিরিজের ফোনে কোম্পানি 3D পার্টিকল ডিজাইন যোগ করবে। এতে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকবে। সঙ্গে 1.5কে এমোলেড প্যানেল দেওয়া হবে।
  • স্টোরেজ: এই সিরিজের দুটি ফোন দুটি করে স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। Vivo V29 ফোনটি 8GB RAM + 128GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। অন্যদিকে সিরিজের প্রো মডেল 8GB RAM + 256GB ও 12GB RAM + 256GB স্টোরেজ মডেলে সেল করা হবে। ছবিতে দেখতে পারেন এই ফোনে একসঙ্গে 30টি অ্যাপ্লিকেশন চালানো যাবে।
  • ক্যামেরা: এই ফোনে স্মার্ট অরা লাইট ফিচার থাকবে। এর সাহায্যে রাতেও সুন্দর ফটোগ্রাফি করা যাবে। প্রো ডিভাইসের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50 মেগাপিক্সেল সোনী আইএমএক্স 766 প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল 2X পোর্ট্রেট লেন্স সোনী আইএমএক্স 663 থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
  • ব্যাটারি: Vivo V29 সিরিজে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটি মাত্র 18 মিনিটের মধ্যে 50 শতাংশ এবং 30 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

জানিয়ে রাখি ভারতে এই সিরিজে আগেই Vivo V29e পেশ করা হয়েছে। এবং গ্লোবাল মার্কেটে Vivo V29 লঞ্চ হয়েছে। অন্যদিকে Vivo V29 মডেল প্রথমবার লঞ্চ হতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here