আজ ভিভো ভারতীয় বাজারে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে Vivo V50 স্মার্টফোন লঞ্চ করেছে। এই প্রিমিয়াম স্মার্টফোনটি 50MP সেলফি এবং 50MP ডুয়েল ক্যামেরা সহ পেশ করা হয়েছে। এই Vivo 5G ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির 6,000mAh ব্যাটারি এবং 90W চার্জিং ফিচার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V50 5G স্মার্টফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে।
Vivo V50 5G এর দাম
- 8GB RAM + 128GB স্টোরেজ – 34,999 টাকা
- 8GB RAM + 256GB স্টোরেজ – 36,999 টাকা
- 12GB RAM + 512GB স্টোরেজ – 40,999 টাকা
Vivo V50 5G স্মার্টফোনটি ভারতে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 34,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 36,999 টাকা দামে পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা রাখা হয়েছে।
25 ফেব্রুয়ারী থেকে ভারতে Vivo V50 5G স্মার্টফোনটির সেল শুরু হবে এবং ফোনটি Rose Red, Starry Blue এবং Titanium Grey কালার অপশনে সেল করা হবে। লঞ্চ অফার হিসেবে ফোনটি HDFC এবং SBI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিনলে 10% ডিসকাউন্ট দেওয়া হবে।
Vivo V50 5G এর স্পেসিফিকেশন
- 6.77″ Quad Curved AMOLED Screen
- Qualcomm Snapdragon 7 Gen 3
- 12GB RAM + 512GB Storage
- 12GB Expandable RAM
- 50MP+50MP Back Camera
- 50MP Selfie Camera
- 6,000mAh Battery
- 90W FlashCharge
ডিসপ্লে
Vivo V50 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি আল্ট্রা স্লিম কোয়াড কার্ভ স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস ও 387PPI আউটপুট সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসর
Vivo V50 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়েছে ফোনটিতে 60 মাস পর্যন্ত স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ
Vivo V50 5G স্মার্টফোনটি ভারতে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM ও 12 GB RAM সাপোর্টেড LPDDR4X RAM ফিচার সহ কাজ করে। ফোনের উপস্থিত এক্সপেন্ডেবল টেকনোলজি ফোনের ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 512GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্টেড UFS 2.2 Storage সহ কাজ করে।
ক্যামেরা
Vivo V50 ফোনটিতে Carl Zeiss লেন্স ব্যাবহার করা হয়েছে। এই 5জি ফোনটিতে মোট টনটি ক্যামেরা সেন্সর এবং তিনটিতেই 50 মেগাপিক্সেল সাপোর্ট করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত Auto Focus এবং 92° ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্টেড 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.88 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 119° ফিল্ড অফ ভিউ ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। Vivo V50 ফোনটিতে AI Studio Light Portrait 2.0 অরা লাইট রয়েছে।
ব্যাটারি
2025 সালে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের জন্য জনপ্রিয় হয়ে উঠছে। Vivo V50 5G ফোনের ক্ষেত্রেও একই জিনিস দেখা যাচ্ছে। এই ফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 39 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হয়ে যাবে।
অন্যান্য ফিচার
জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo V50 5G স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.4 সহ USB 2.0 ও OTG সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটিতে 9 5G Bands সাপোর্ট করে।