চলে এল Vivo X30 সিরিজ, এতে দুর্দান্ত ক‍্যামেরার সঙ্গে আছে অসাধারণ স্পেসিফিকেশন

টেক কোম্পানি Vivo তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে নতুন “এক্স” সিরিজ আনতে চলেছে এই ঘোষণার পর থেকেই এই সিরিজের জন্য অপেক্ষা করা হচ্ছিল। কোম্পানির পক্ষ থেকে Vivo X30 এর টিজারের মাধ্যমে জানিয়েও দেওয়া হয়েছিল যে এই সিরিজের স্মার্টফোন ফোটোগ্ৰাফির জন্য যথেষ্ট অ্যাডভান্স হবে। এবার Vivo তাদের এই সিরিজের ওপর থেকে পর্দা তুলে নিয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে এই সিরিজ পেশ করে দিয়েছে। Vivo এর পক্ষ থেকে X30 সিরিজে Vivo X30 ও Vivo X30 Pro এই দুটি ফোন লঞ্চ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন Vivo X30 সিরিজ সম্পর্কে।

আরও পড়ুন : Jio এর আগে Airtel শুরু করল VoWi-Fi কলিং সার্ভিস, কোনো নেট‌ওয়ার্ক সিগন্যাল ছাড়াই করা যাবে কল

লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে দেওয়া পাঞ্চ হোল এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল যার সাইজ মাত্র 2.98 এম‌এম। জানিয়ে রাখি দুটি ফোনের ডিজাইন‌ই একরকম। ফোনটির ডিসপ্লের তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস এবং নিচের দিকের বেজল‌ও অত্যন্ত পাতলা।

ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে এই সেট‌আপের তিনটি সেন্সর এক‌ই লাইনে ভার্টিক‍্যাল শেপে আছে এবং চতুর্থ সেন্সরটি এই সেট‌আপের ডানদিকে স্কয়ারের মধ্যে অবস্থিত। এই চতুর্থ সেন্সরের নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Vivo X30 এর ক‍্যামেরা সেট‌আপের নিচে সেন্সর ডিটেইলস লেখা আছে এবং এখানে “64MP MEGA ZOOM” এর উল্লেখ আছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে “Vivo 5G” লেখা আছে। ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Exclusive : চলে এল OnePlus 8 Lite এর রেন্ডার, এতে থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে

ক‍্যামেরা ডিটেইলস

Vivo X30 সিরিজের Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটিতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Samsung GM1 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনদুটিতে 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 13 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি Vivo X30 Pro এর পেরিস্কোপ লেন্সটি 50mm প্রফেশনাল লেন্স যা 60x জুম সাপোর্ট করে। তবে Vivo X30 তে এই ফিচার নেই।

Vivo X30 সিরিজের এই দুটি ফোন‌ই OIS (Optical Image Stabilization) এবং EIS (Electronic Image Stabilization) এর মতো অ্যাডভান্স ফিচারযুক্ত। ফোনের ক‍্যামেরা সেট‌আপের আল্ট্রা ওয়াইড লেন্স 16mm থেকে শুরু করে 136mm পর্যন্ত ফোকাল লেন্থে কাজ করতে সক্ষম। এছাড়াও এই ফোনে পোর্ট্রেট ফোটোর জন্য 50 এম‌এম লেন্স ব‍্যবহার করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : সারপ্রাইজ দিল Vodafone, FUP লিমিট তুলে নিয়ে গোটা দেশে এখন কলিং ফ্রি, সঙ্গে নিয়ে এল আরও তিনটি সস্তা প্ল‍্যান

স্পেসিফিকেশন

Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটি কোম্পানির পক্ষ থেকে 6.44 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি ফনটাচ ওএস 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি স‍্যামসাঙের এক্সিনস 980 চিপসেটে রান করে। এই প্রসঙ্গে বলে রাখি স‍্যামসাং এক্সিনস 980 চিপসেট 5G বেসব‍্যান্ড ইন্টিগ্রেটেড, যা ডুয়েল মোড 5G (SA / NSA 5G) সাপোর্ট করে। এই চিপসেটে কর্টেক্স এ77 আর্কিটেকচারের ব‍্যবহার করা হয়েছে। Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটিতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,350 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ভেরিয়েন্ট ও দাম

Vivo X30 ও Vivo X30 Pro এই দুটি স্মার্টফোন‌ই দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Vivo X30 ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,298 ইউয়ান (প্রায় 33,400 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 3,598 ইউয়ান (প্রায় 36,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে Vivo X30 Pro এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,998 ইউয়ান (প্রায় 40,500 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 4,298 ইউয়ান (প্রায় 43,500 টাকা) রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here