বড় ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে ভিভো X300 Pro Mini, লিক হল ডিটেইলস

আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন কোম্পানিগুলি ব্যাটারি টেকনোলজির দিক দিয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে কম্প্যাক্ট স্মার্টফোনগুলি ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে বড় ব্যাটারির ব্যাবহার করছে। আপকামিং Vivo X200 FE এবং Xiaomi 16 ফোনগুলি বড় ব্যাটারি সহ পেশ করা হতে পারে। অন্যদিকে Vivo X300 Pro Mini ফোনটিও বড় ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 Pro Mini ফোনের ডিটেইলস সম্পর্কে।

Vivo X300 Pro Mini এর ডিটেইলস

  • টিপস্টার যোগেশ ব্রার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে Vivo X200 FE, Xiaomi 16 এবং Vivo X300 Pro Mini ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে।
  • Vivo X200 FE ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে রিপোর্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছিল।
  • Xiaomi 16 ফোনটিতেও বড় 6,800mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, এটি কম্প্যাক্ট স্মার্টফোনের ক্ষেত্রে একটি বড় পাওয়ার হাউস হবে।
  • বিশেষ করে Vivo X300 Pro Mini ফোনটি Xiaomi 16 এবং X200 FE ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সহ লঞ্চ করা হবে।
  • এই ফোনটিতে প্রায় 6,600mAh ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে, ফলে এটি তাদের কম্প্যাক্ট ফার্ম ফ্যাক্টার থাকা সত্ত্বেও দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।

সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

লিক অনুযায়ী বছরের প্রথম কোয়ার্টারে Vivo X200 FE ফোনটি লঞ্চ হতে পারে। অর্থাৎ 2025 সালের জুলাই মাসে ফোনটি বাজারে পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি Vivo S30 Pro Mini ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। অন্যদিকে বছরের দ্বিতীয় কোয়ার্টারে Xiaomi 16 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। 2024 সালের অক্টোবর মাসে Xiaomi 15 ফোনটি লঞ্চ করা হয়েছিল, তাই 2025 সালের অক্টোবর মাসে Xiaomi 16 ফোনটি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী কয়েক মাসে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ সেগমেন্টের ব্যাটারি পাওয়ার একটি অন্যতম আকর্ষণ হয়ে উঠে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here