ভারতে আসছে শক্তিশালী ফিচারযুক্ত দুর্দান্ত Vivo X60 5G স্মার্টফোন সিরিজ, জানিয়েছে কোম্পানি

গত বছর কোম্পানি চীনে ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হিসেবে Vivo X60 এবং Vivo X60 Pro ফোনদুটি লঞ্চ করেছিল এবং আগামী 22 মার্চ গ্লোবাল মার্কেটে পেশ করবে। ভিভো এক্স50 সিরিজের আপগ্ৰেডেড ভার্সন রূপে এই সিরিজের ভারতে লঞ্চ সম্পর্কে এবার স্বয়ং কোম্পানি জানিয়ে দিয়েছে। ভিভো ইন্ডিয়া টুইট করে জানিয়েছে শীঘ্রই ভারতে Vivo X60 সিরিজ লঞ্চ করা হবে। যদিও লঞ্চ ডেট সম্পর্কে এখনই কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে আগামী 22 মার্চ এই সিরিজ ভারতে পেশ করা হতে পারে। উল্লেখ্য এই দুটি ফোনে স‍্যামসাঙের এক্সিনস 1080 চিপসেট ও ই3 এমোলেড ডিসপ্লে ছাড়া আরও অনেক আকর্ষণীয় ফিচার আছে।

আরও পড়ুন: আগামীকাল ভারতে লঞ্চ হবে 6000mAh ব‍্যাটারীযুক্ত Moto G10 Power, সঙ্গে আসছে Moto G30

পেয়ে গেছে বেশ কিছু সার্টিফিকেশন

ইতিমধ্যে Vivo X60 Pro (V2046) ফোনটি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইট যেমন Indonesia Telecom, EEC ও BIS এ দেখা গেছে। এছাড়া আমরা এই মাসের শুরুতেই জানিয়ে দিয়েছিলাম আগামী মার্চ মাসের মধ্যে ভারতে ভিভো এক্স60 সিরিজ লঞ্চ করে দেওয়া হবে। এই সিরিজে Vivo X60 ও Vivo X60 Pro ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আমরা খবর পেয়েছি কোম্পানি ওই সময়ের আশেপাশে তাদের Vivo X50 Pro+ ফোনটি লঞ্চ করতে পারে, তাই Vivo X60 Pro+ লঞ্চ হতে দেরি হ‌ওয়ার সম্ভাবনা আছে।

Vivo X60 Pro এর স্পেসিফিকেশন

এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.56 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। Vivo X60 Pro তে 19.8:9 আসপেক্ট রেশিও, HDR10+ ও P3 কালার গেমুট আছে। ফোনটি 5nm Exynos 1080 SoC তে রান করে এবং এতে 12GB LPPD4x RAM ও 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে অরিজিন ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড 11 আছে। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস

ফোটোগ্রাফির জন্য Vivo X60 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.48 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স598 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 5x ডিজিটাল জুম সাপোর্টেড 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, 60x ডিজিটাল জুমসহ 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50mm ফোকাল লেন্থযুক্ত একটি 13 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেকেন্ড জেনারেশন মাইক্রো গিম্বল ওআইএস টেকনিক যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

Vivo X60 এর স্পেসিফিকেশন

Vivo X60 এর স্পেসিফিকেশন প্রায় সিরিজের প্রো মডেলটির মতোই। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,300 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এছাড়া Vivo X60 এবং Vivo X60 Pro তে তেমন পার্থক‍্য নেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here