খুব তাড়াতাড়ি Vivo তাদের Y-সিরিজের পরিধি বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। কিছু দিন আগে কোম্পানির আপকামিং Vivo Y29 5G ফোনটি BIS এবং Bluetooth SIG সাইটের পাশাপাশি IMEI লিস্টিঙেও দেখা গিয়েছিল। এবার এই ফোনের অফলাইন পোস্টার ইমেজ লিক হয়েছে। এর সঙ্গেই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং প্রাইস রেঞ্জ প্রকাশ্যে এসেছে।
এতে ভারতে আপকামিং অন্যান্য Y-সিরিজের স্মার্টফোন যেমন Y300 5G ও Y58 5G, Y29 5G ফোনগুলিও ‘It’s My Style’ ট্যাগলাইন সহ টিজ করা হয়েছে। ভারতীয় বাজারে এই ফোনটি পিঙ্ক/পিচ, লাইট ব্লু ও ডার্ক ব্লু/ভায়োলেট কালার অপশনে পেশ করা হবে। এছাড়া ফোনটিতে বিভিন্ন AI ফিচারও থাকবে এবং এতে SGS সহ ভালো মজবুত বডি পাওয়া যাবে। এই ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং যোগ করা হবে।
প্রাইস রেঞ্জ এবং অফলাইন অফার
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ভারতে Y29 5G ফোনটির দাম 20 হাজার টাকার রেঞ্জে রাখা হবে। বিভিন্ন ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 1,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এছাড়াও মাত্র 1,399 টাকার সহজ Easy to Own EMI প্ল্যান এবং V-Shield প্রোটেকশন পাওয়া যাবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে আগামী 15 ডিসেম্বর 2024 এর পরে Vivo Y29 5G ফোনটি লঞ্চ করা হবে।
Vivo Y29 5G ফোনের লুক
Y29 5G ফোনটির লুক অনেকটা কোম্পানির সম্প্রতি থাইল্যান্ড সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা Y19s ফোনটির মতো। এই ফোনে একইরকম ফ্ল্যাট রেয়ার ও সাইড প্যানেল, দুটি ক্যামেরা সেন্সর, একটি রিং এলইডি লাইট ও দুটি অন্য ফ্ল্যাশ লাইট সহ রেক্ট্যাঙ্গুলার শেপের ভার্টিক্যাল ক্যামেরা মডিউল এবং ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে। Y19s ফোনের মতোই Y29 5G ফোনেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
Vivo Y29 5G ফোনের স্পেসিফিকেশন
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 6.58 ইঞ্চির IPS ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হবে। এখনও পর্যন্ত বাত্তীর্য, ওএস এবং প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি।