ভিভো সম্পর্কে কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি ভারতে তাদের নতুন Vivo Y31 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটির প্রমোশনাল পোস্টারও ইন্টারনেটে লিক হয়েছে। কিন্তু ভারতে ভিভো ওয়াই31 লঞ্চের আগে কোম্পানি টেক মার্কেটে Vivo Y31s পেশ করে দিয়েছে। আপাতত এই ফোনটি আপাতত চীনে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে বিশ্বের অন্যান্য মার্কেটে সেল করা হবে। প্রসঙ্গত Vivo Y31s ফোনটি বিশ্বের সবচেয়ে সস্তা কোয়ালকম স্ন্যাপড্রাগন 5জি চিপসেটে রান করা প্রথম স্মার্টফোন।
Vivo Y31s
কোম্পানি তাদের এই নতুন ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে যার স্ক্রিনের তিন দিক বেজল লেস ও নিচের দিকে অল্প চিন পার্ট আছে। Vivo Y31s এ 6.58 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লের প্রোটেকশন সম্পর্কে কিছু জানা যায়নি।
Vivo Y31s ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের চিপসেট। কয়েক দিন আগে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 নামে নতুন চিপসেট লঞ্চ করেছে যা বিশেষ করে কম দামের 5জি ফোনের জন্য তৈরি করা হয়েছে। Vivo Y31s ফোনটি এই চিপসেটে রান করা টেক জগতের প্রথম স্মার্টফোন। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে ফানটাচ ওএস 10.5 এ কাজ করে।
ফোটোগ্রাফির জন্য Vivo Y31s এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ডিসপ্লের ওপর অবস্থিত ওয়াটারড্রপ নচের মধ্যে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y31s একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 5জি ও 4জি এলটিই উভয় সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী আছে।
ভেরিয়েন্ট ও দাম
চীনে Vivo Y31s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। এর মধ্যে ফোনটির 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 1,498 ইউয়ান এবং 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 1,698 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় দরে এই দাম প্রায় 16,900 টাকা এবং 19,000 টাকার কাছাকাছি।