ভিভো সম্পর্কে কয়েক দিন আগে খবর পাওয়া যায় যেখানে বলা হয় কোম্পানি তাদের ‘ওয়াই’ সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে যা Vivo Y51 (2020) নামে পেশ করা হবে। আপাতত কোম্পানি ভারতে এই ফোনটির লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে ভারতে পেশ করার আগেই আন্তর্জাতিক মঞ্চে Vivo Y51 (2020) ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে পেশ করা হয়েছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই ভারতেও Vivo Y51 (2020) ফোনটি লঞ্চ করা হবে।
Vivo Y51 (2020)
লুক ও ডিজাইনের দিক থেকে Vivo Y51 (2020) ফোনটি আনেকটাই Vivo Y51 ফোনটির মতো দেখতে। ভিভোর এই নতুন ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস করা হয়েছে এবং নিচের দিকে হাল্কা বডি পার্ট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিসপ্লে ক্ষতিকর ব্লু লাঈট ফিল্টার করতে সক্ষম।
Vivo Y51 (2020) ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা ফানটাচ ওএসে কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেট যোগ করা হয়েছে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। ইন্দোনেশিয়াতে Vivo Y51 (2020) ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। তবে এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 2GB ডেটাওয়ালা প্ল্যান, জেনে নিন ডিটেইলস
ফোটোগ্রাফির জন্য Vivo Y51 (2020) এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের একটি তৃতীয় সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
Vivo Y51 (2020) ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি বিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী যোগ করা হয়েছে। ইন্দোনেশিয়াতে এই ফোনটি IDR 3,599,000 দামে অর্থাৎ প্রায় 18,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ফোনটি এই একই দামে এবং একই স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে আসবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন