Vivo গত মাসে টেক মার্কেটে Vivo Y32t, Vivo Y52t 5G ও Vivo Y72t 5G এর মতো কয়েকটি সুন্দর স্মার্টফোন লঞ্চ করেছে। আবার কোম্পানি তাদের “Y” সিরিজের Vivo Y52 (2022) নামের আরও একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই নতুন ফোনটিতে 48MP camera, 4GB RAM, MediaTek Dimensity 700 চিপসেট এবং 18W 5,000mAh battery এর মতো উল্লেখযোগ্য কিছু ফিচার আছে। Vivo Y52 (2022) ফোনটি প্রায় 20,000 টাকা দামে তাইওানের মার্কেটে সেল করা হবে। এই পোস্টে এই নতুন ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: Airtel 5G Speed Test স্পীড দেখে আপনিও অবাক হতে বাধ্য, দেখে নিন ভিডিও
Vivo Y52 (2022) এর স্পেসিফিকেশন
কোম্পানির নতুন Vivo Y52 (2022) ফোনটি 1080 x 2408 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির FHD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি যা 96 শতাংশ NTST সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ। Vivo Y52 (2022) এর ডায়মেনশন 163.95 x 75.3 x 8.5 এমএম এবং ওজন 193 গ্রাম।
Vivo Y52 5G (2022) ফোনটি ফানটাচ ওএস 12 বেসড Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেটে রান করে। মার্কেটে এই ফোনটি 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির মেমরি মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে বাড়ানোও যায়। আরও পড়ুন: 15 হাজার টাকা বাজেটে লঞ্চ হবে সস্তা JioBook ল্যাপটপ, সঙ্গে পাওয়া যাবে 4G সিম কার্ড
ফটোগ্রাফির জন্য Vivo Y52 5G (2022) ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
Vivo Y52 5G (2022) ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 5G এবং 4G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে। 3.5 এমএম জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন