চাইনিজ টেক কোম্পানি ভিভো টেক মঞ্চে তাদের ‘ওয়াই’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন ফোনটি Vivo Y52t 5G নামে পেশ করা হয়েছে। 8GB RAM, MediaTek Dimensity 700 SoC, 13MP dual rear camera এবং 5,000mAh Battery এর মতো দারুণ ফিচারযুক্ত এই ফোনটি আপাতত চিনের মার্কেটে পেশ করা হয়েছে যা আগামী দিনে অন্যান্য বাজারেও সেল করা হবে।
Vivo Y52t 5G এর দাম
ছিনে Vivo Y52t 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি RAM এর সঙ্গে 128 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে CNY 1299 অর্থাৎ প্রায় 14,800 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM ও 256GB Storage ভেরিয়েন্ট ভারতীয় টাকায় প্রায় 17,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি each, Blue এবং Black কালারে পেশ করা হয়েছে।
Vivo Y52t 5G এর স্পেসিফিকেশন
Vivo Y52t 5G ফোনটিতে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি মাত্র 8.45 এমএম চওড়া এবং ওজন মাত্র 198 গ্রাম।
Vivo Y52t 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে যার সঙ্গে ফানটাচ ওএস যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর সহ 7 ন্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y52t ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 5G ও LTE উভয় নেটওয়ার্কে কাজ করে। এই ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাকের সঙ্গে অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন