4 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরাসহ লঞ্চ হল ওয়াটারড্রপ নচযুক্ত ভিভো ওয়াই97

ভিভোর ওয়াটারড্রপ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ওয়াই97 সম্পর্কে কিছু দিন আগে একটি লিক সামনে এসেছে। এই লিকে ফোনের স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে এও বলা হয় যে ফোনটি আগামী 20শে সেপ্টেম্বর লঞ্চ হবে। কিন্তু ভিভো তাদের ফ‍্যানদের সারপ্রাইজ করে ফোনটি না জানিয়েই অফিসিয়াল করে দিয়েছে। ভিভো ওয়াই97 আন্তর্জাতিক মঞ্চে পেশ করে দেওয়া হয়েছে।

ভিভো ওয়াই97 ফোনটিও ভি11 প্রোর মতো “ভি” শেপের নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এইরকম ডিসপ্লেকে ভিভোর তরফ থেকে “হ‍্যালো নচ” নাম দেওয়া হয়েছে। এই ফোনের স্পেসিফিকেশনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি 90 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে। এই ফোনে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2280 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ফোনটি ফনটাচ ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে।

কোম্পানি এই ফোনে 4 জিবি র‍্যাম যোগ করেছে এবং এর সঙ্গে এই ফোন অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করে। ভিভো ওয়াই97 এ 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ভিভো ওয়াই97 4জি সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে 3315 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে ফোনটি অরোরা ব্লু, স্টারি নাইট ব্ল‍্যাক ও ড্রীম পাউডার কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির দাম 1,998 ইউয়ান রাখা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 21,100 টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here