রিলায়েন্স জিও তাদের হাই স্পীড ফাইবার টু দ্য হোম (FTTH) জিও গিগাফাইবার আগামী 12 আগস্ট লঞ্চ করতে পারে। কোম্পানির বার্ষিক জেনারেল মিটিং (AGM) এর মঞ্চে এই লঞ্চের অফিসিয়াল ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। আপাতত কোম্পানির এই বছরের AGM এ কি কি হবে সেবিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
Xiaomi এর নতুন দান, কমানো হলো তিনটি স্মার্ট টিভির দাম
The Hindu এর রিপোর্ট অনুযায়ী জিও এই মিটিঙে গিগাফাইবার ব্রডব্যান্ড সার্ভিস কমার্শিয়াল ভাবে লঞ্চ করতে পারে। GigaFiber এর সঙ্গে রিলায়েন্স জিওর পক্ষ থেকে Jio Home TV সার্ভিসও একই সঙ্গে লঞ্চ করতে পারে।
Reliance Jio এর জিও গিগাফাইবার সার্ভিসটি আসলে এফটিটিএইচ সার্ভিস অর্থাৎ ফাইবার টু দি হোম পরিষেবা। জিও এই সার্ভিস দেশে পেশ করলেও এটি এখনও পর্যন্ত টেস্টিং পর্যায়ে আছে। জিওর কর্মচারীদের জিও গিগাফাইবার পরিষেবা আগেই দিয়ে দেওয়া হয়েছে যাতে এর স্পীড ও ক্ষমতা সম্পর্কে জানা যায়।
Realme X কে টক্কর দিতে 1 আগস্ট আসছে Huawei এর নতুন Y9 Prime, লঞ্চের আগেই জেনে নিন ফোনটির সব ডিটেইলস
Jio GigaFiber গত বছর থেকেই খবরের শিরোনামে উঠে আছে। এক বছর ধরে এই সার্ভিস সম্পর্কে একাধিক তথ্য জানা গেছে। এবার মনে করা হচ্ছে অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আশা করা হচ্ছে কোম্পানির আগামী AGM এর মঞ্চে জিও গিগাফাইবার সম্পর্কে নিশ্চিতভাবে কোনো ঘোষণা করা হবে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Jio GigaFiber এর বেস প্ল্যান Jio Triple Pay নামে লঞ্চ করা হতে পারে। এই প্ল্যানে ইউজারদের 600 টাকার বিনিময়ে 50 এমবিপিএস স্পীডে 100 জিবি পর্যন্ত কম্প্লিমেন্টারি ডেটা দেওয়া হবে। অন্য একটি প্ল্যানে 1,000 টাকার বিনিময়ে 100 এমবিপিএস স্পীডে ডেটা পাওয়া যাবে।
12 জিবি র্যাম, 6,000 এমএএইচ ব্যাটারী ও স্ন্যাপড্রাগন 855 প্লাসের সঙ্গে লঞ্চ হলো ASUS ROG Phone 2
এছাড়া জিও টিভি হোম সার্ভিসের সাবস্ক্রিপশন প্যাকেজে 600 টিভি চ্যানেল পাওয়া যেতে পারে। এই পরিষেবা ফাইবার নেটওয়ার্ক টেকনোলজিযুক্ত হতে পারে। এতে ইউজাররা হাই ডেফিনেশন টিভি ভিউইং এক্সপেরিয়েন্স পাবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন