ভারতের স্মার্টফোন মার্কেটে প্রথম স্থান দখলের পর চীনের টেক কোম্পানি শাওমি এখন টেলিভিশন বাজারেও খুব দ্রুত এগিয়ে চলেছে। কম দামে স্মার্ট টিভি পেশ করে কোম্পানি Samsung, Sony ও LG এর মতো ব্র্যান্ডগুলিকে কড়া প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে। Xiaomi এর Mi LED TV 4A PRO ও Mi LED TV 4C PRO এর মতো স্মার্ট টিভি মডেল ভারতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। কোম্পানি তাদের ফ্যানদের খুশি করার জন্য তাদের স্মার্ট টিভির দাম আরও কমিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে এই নতুন দামে সেল শুরু হয়ে গেছে।
Realme X কে টক্কর দিতে 1 আগস্ট আসছে Huawei এর নতুন Y9 Prime, লঞ্চের আগেই জেনে নিন ফোনটির সব ডিটেইলস
Xiaomi এর Mi LED TV 4A PRO ও Mi LED TV 4C PRO স্মার্ট টিভি মডেল ভারতে অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও সেল করা হয়। কোম্পানি এই টিভিগুলির দাম অনলাইন প্ল্যাটফর্মে আগেই কমিয়েছে। এবার ফ্যানদের কথা মাথায় রেখে কোম্পানি অফলাইন রিটেইল স্টোরে স্মার্ট টিভিগুলির দাম কমিয়েছে।
Mi LED TV 4A PRO 43 ইঞ্চি মডেলটি কোম্পানি 22,999 টাকা দামে লঞ্চ করেছিল। কোম্পানি এবার ফোনটির দাম সরাসরি 1,000 টাকা কমিয়ে দিয়েছে। এই প্রাইস কাটের পর Mi LED TV 4A PRO 43 ইঞ্চি মডেলটি আপনার নিকটস্থ রিটেইল স্টোর থেকে 21,999 টাকার বিনিময়ে কিনতে পারবেন।
12 জিবি র্যাম, 6,000 এমএএইচ ব্যাটারী ও স্ন্যাপড্রাগন 855 প্লাসের সঙ্গে লঞ্চ হলো ASUS ROG Phone 2
Mi LED TV 4A PRO 32 ইঞ্চি মডেলটির দামও কোম্পানির পক্ষ থেকে কমানো হয়েছে। এই স্মার্ট টিভি মডেলটি ভারতে 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অনলাইন প্ল্যাটফর্মে এই টিভিটি 12,499 টাকা দামে সেল করা হয়। এবার অফলাইন রিটেইল স্টোরেও এই টিভিটির দাম 500 টাকা কমানোর পর টিভিটি অফলাইনেও 12,499 টাকার বিনিময়ে কেনা যাবে।
শাওমি তাদের Mi LED TV 4C PRO 32 ইঞ্চি মডেলটি 12,999 টাকা দামে লঞ্চ করেছিল। এই টিভিটির দামও 500 টাকা কমিয়েছে। এই প্রাইস কাটের পর Mi LED TV 4C PRO 32 ইঞ্চি মডেলটি 12,499 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।
ট্রিপল রেয়ার ক্যামেরাযুক্ত Vivo S সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে 7 আগস্ট, জানালো কোম্পানি
Mi LED TV 4A PRO
Xiaomi Mi LED TV 4A PRO ফুল এইচডি এলইডি ডিসপ্লে সাপোর্ট করে যা 60 গিগাহার্টস রিফ্রেশরেটের সঙ্গে 178 ডিগ্ৰী ভিউং অ্যাঙ্গেল দিতে সক্ষম। Mi LED TV 4A PRO অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত যা শাওমি প্যাচওয়ালের সঙ্গে কাজ করে। কোম্পানি Mi LED TV 4A PRO তে বিল্ট ইন ক্রোম কস্টও যোগ করেছে।
Mi LED TV 4A PRO 64 বিট কোয়াড কোর এমলজিং প্রসেসরে রান করে। এই স্মার্ট টিভিতে দুটি 10 ওয়াট স্টিরিও স্পীকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশনের জন্য এই টিভিতে 3 এইচডিএমআই, 2 ইউএসবি, 1 ইথারনেট ও 1 পিডিআইএফ পোর্টের সঙ্গে ব্লুটুথ ও 2.4 গিগাহার্টসের ওয়াইফাই ফিচার দেওয়া হয়েছে। শাওমি এই টিভির সঙ্গে 7,00,000 ঘন্টারও বেশি কন্টেন্ট বিনামূল্যে দেয়। ইউজার Mi LED TV 4A PRO তে গুগল প্লে স্টোর থেকে নিজের পছন্দের অ্যাপও ইনস্টল করতে পারবে।
এই পাঁচটি পদ্ধতি অবলম্বন করে আটকাতে পারবেন আপনার ফোনের ওপর চলমান নজরদারি
Mi LED TV 4C PRO
Mi LED TV 4C PRO (32) টিভিটি শাওমির পক্ষ থেকে 1368 × 768 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 32 ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই টিভিতে 1 জিবি র্যামের সঙ্গে 8 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। মি এলইডি টিভি 4এ প্রো (49) এর মতোই এই টিভিটিও 64 বিট অ্যামলজিক চিপসেটে রান করে এবং গ্ৰাফিক্সের জন্য এতেও মালী-টি450 জিপিইউ দেওয়া হয়েছে।
Mi LED TV 4C PRO তেও ওয়াইফাই, ব্লুটুথের সঙ্গে 3 এইচডিএমআই পোর্ট ও 2 ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে মিউজিক উপভোগ করার জন্য এতে ডিটিএইচ-এইচডি সারাউন্ড সাউন্ড সাপোর্টেড 20 ভোল্টের স্টেরিও স্পীকার দেওয়া হয়েছে। এই টিভিতে গুগল প্লে স্টোরের সাহায্যে অ্যাপ ইনস্টল করা যায় এবং ইউটিউব ও গুগল প্লের আনন্দ উপভোগ করা যায়। প্রো সিরিজের টিভিটি ক্রোমকস্টযুক্ত এবং এর সঙ্গেই এতে নেটফ্লিক্স, আমাজন প্রাইম, ভুট, জি5, হটস্টার হাঙ্গামার মতো 14টি কন্টেন্ট প্ল্যাটফর্ম অ্যাকসেস করা যায়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন